1. [email protected] : News room :
ফরিদপুরে ডিজে গানে নেচে গেয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

ফরিদপুরে ডিজে গানে নেচে গেয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ


ফরিদপুরে ডিজে গানের তালে তালে নেচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের একাধিক নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সদর উপজেলার পদ্মার চর মাধ্যমিক বিদ্যালয়ে নেচে-গেয়ে দিবসটি উদযাপন করে শিক্ষক-শিক্ষার্থীরা।

ফেসবুকে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও ক্লিপে দেখা যায়, স্টেজের পেছনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসের আলোচনাসভার ব্যানার টাঙানো রয়েছে। সেখানে একক, দ্বৈত ও দলগতভাবে নাচছে ছাত্রীরা। সামনে নাচছে ছাত্ররাও। এসময় স্টেজের ওপরে ও আশপাশে একাধিক শিক্ষককেও নাচতে দেখা যায়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উকিল উদ্দিন সরদার বলেন, শিক্ষার্থীরা একটু নাচা-নাচি করেছে তাতে সমস্যা কী? ম্যানেজিং কমিটির সভাপতির অনুমতিক্রমেই সবকিছু হয়েছে। তার সঙ্গে কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. চুন্নু মিয়া বলেন, আমরা অনুষ্ঠানটি দুই পর্বে ভাগ করেছি। নাচ-গানের আয়োজন ছিল দ্বিতীয় পর্বে। প্রথম অংশে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা নাচ-গান করে। আমি নিজেও শিক্ষার্থীদের এমন কাজে লজ্জিত।

এ বিষয়ে ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, এতে জাতির জনক বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে বলে আমি মনে করি। আমি এ ঘটনার নিন্দা জানাচ্ছি ও বিদ্যালয়ের শিক্ষকদের শাস্তি দাবি করছি।

ফরিদপুর কবিতা আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক।

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আমিনুর রহমান ফরিদ বলেন, এ ঘটনার নিন্দা জানাই। এমন ঘটনা কেন ঘটলো তা খতিয়ে দেখতে প্রশাসনকে অনুরোধ করছি।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল বলেন, আমাদের পক্ষ থেকে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথভাবে দিবসটি পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজ ডেস্ক/শ্রুতি 

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর