1. [email protected] : News room :
পরাজয়ে দল জর্জরিত, জুয়ায় মেতেছেন বাংলাদেশ কোচ সুজন - লালসবুজের কণ্ঠ
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

পরাজয়ে দল জর্জরিত, জুয়ায় মেতেছেন বাংলাদেশ কোচ সুজন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

লালসবুজের কণ্ঠ ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে ব্যর্থ ছিল বাংলাদেশ দল। এরপর টাইগাদের মিশন ছিল শ্রীলঙ্কাতে। তিন ম্যাচের সিরিজ খেলতে দ্বীপ রাষ্ট্রতে অবস্থান করছেন তামিম-মুশফিকরা। প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে শেষ হয়ে গেছে সিরিজ। এখন শুধু হোয়াইটওয়াশ থেকে নিজেদের রক্ষা করার মিশন।

বিশ্বকাপ শেষে ইংলিশ কোচ স্টিভ রোডসকে বিদায় জানায় বিসিবি। এতে চলমান সফরে দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার অধীনেই দলের এমন ভরাডুবিতেও চিন্তিত নন সুজন।

যার বহিঃপ্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে। যেখানে দেখা যায় কলম্বোর একটি ক্যাসিনোতে জুয়া খেলছেন সুজন। কলম্বোর শহরটি এমনিতেই ক্যাসিনোর জন্য বিখ্যাত। এখানে নামকরা সব ক্যাসিনো রয়েছে।

গোপনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, কলম্বোর জনপ্রিয় একটি জুয়ার আসর ‘বেলিস ক্যাসিনো’তে খালেদ মাহমুদ সুজন একজন নারী ওয়েটারের হাত থেকে ব্যাংকের এটিএম অথবা ক্রেডিট কার্ড গ্রহণ করছেন। এরপর তিনি এগিয়ে যান একটি জুয়ার টেবিলের দিকে। যাতে আরও বেশ কয়েকজন মানুষকে দেখা যায়।

১১ সেকেন্ডের ভিডিওটির স্থানের সঙ্গে ‘বেলিস ক্যাসিনোর’ শতভাগ মিল খুঁজে পাওয়া গেছে। খালেদ মাহমুদ সুজনের বিরুদ্ধে জুয়ার আসরে যাওয়ার অভিযোগ নতুন নয়।

এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে তিনি ক্যাসিনো বিতর্কে জড়িয়েছিলেন। জাতীয় দলের ম্যানেজার হিসেবে ওই বিশ্বকাপে গিয়ে তিনি অস্ট্রেলিয়ার একটি ক্যাসিনোতে ক্যামেরাবন্দি হন। তবে পরে তিনি জুয়ার কথা অস্বীকার করে জানান, রাতের খাবার খুঁজতে তিনি ক্যাসিনোতে ঢুকে যান।

11Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর