1. [email protected] : News room :
নেত্রকোনায় জমি লিখে না দেওয়ায় বাবাকে শিকলবন্দি! - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

নেত্রকোনায় জমি লিখে না দেওয়ায় বাবাকে শিকলবন্দি!

  • আপডেটের সময় : শনিবার, ২১ মে, ২০২২

নিউজ ডেস্ক, লালুসবুজের কণ্ঠ


জমি লিখে না দেওয়ায় নেত্রকোনার কেন্দুয়ায় আব্দুর রাজ্জাক নামে এক বৃদ্ধকে শিকলবন্দি করে রেখেছেন তার সন্তানরা। খবর পেয়ে শনিবার (২১ মে) বিকালে উপজেলার চিরাং ইউনিয়নের মনাটিয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বৃদ্ধের স্ত্রী হামিদা আক্তার ও বড় ছেলে সেলিমকে আটক করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ি জায়গাসহ ১০ কাঠা জমি রয়েছে আব্দুর রাজ্জাকের। দীর্ঘদিন ধরে স্ত্রী হামিদা আক্তার ও তার তিন ছেলে ওই জমি তাদের নামে লিখে দেওয়ার জন্য তাকে চাপ দিয়ে আসছিলেন।

কিন্তু আব্দুর রাজ্জাক তাতে রাজি না হওয়ায় গত ৫ এপ্রিল তার পায়ে লোহার শিকল পরিয়ে বসতঘরে চৌকির সঙ্গে বন্দি করে রাখেন সন্তানরা।

আব্দুর রাজ্জাক বলেন, জমি লিখে না দেওয়ায় তারা আমার ওপর নানাভাবে নির্যাতন শুরু করে। একপর্যায়ে গত ৫ এপ্রিল থেকে আমাকে শিকল দিয়ে ঘরের কোণে বেঁধে রাখে।

তিনি আরও বলেন, শিকলবন্দি করে তারা আমাকে মারধর করত। এমনকি ঈদের দিনও তারা আমাকে এভাবে বেঁধে রেখেছিল। আমি অনুরোধ করার পরও আমাকে ঈদগাহে নামাজ পড়তে দেয়নি।

স্থানীয় মানবাধিকারকর্মী ও কল্যাণী ফাউন্ডেশনের চেয়ারম্যান কল্যাণী হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে আমরা বৃদ্ধ আব্দুর রাজ্জাককে শিকলবন্দি করে রাখার সংবাদ পাই। পরে শনিবার বিকালে ওই গ্রামে গেলে বসতঘরের এক কোণে পায়ে লোহার শিকল দিয়ে চৌকির সঙ্গে তাকে বেঁধে রাখতে দেখি। পরে তাকে শিকলমুক্ত করা হয়।

মানবাধিকারকর্মী শাহ আলী তৌফিক রিপন বলেন, বিষয়টি জানার পর ওই বৃদ্ধের বাড়িতে যাই। এ সময় পুলিশের উপস্থিতিতে তাকে শিকলমুক্ত করা হয়।

নিউজ ডেস্ক/শ্রুতি 

5Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর