1. [email protected] : News room :
নরসিংদীতে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

নরসিংদীতে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন

  • আপডেটের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

নরসিংদী প্রতিনিধি


সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন কর্মসুচি পালন করা হয়েছে।

শুক্রবার ৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকীতে জেলা পুলিশ, নরসিংদীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সাহেব আলী পাঠান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

১৯৪৯ সালের ৫ আগস্ট বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কোল আলোকিত করে জন্ম নেন বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল।

‘৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেট তাঁর প্রাণ কেড়ে না নিলে হয়তো আজ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের বয়স হতো ৭৩ বছর।

কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, সাংগঠনিকভাবে দক্ষ ও দূরদর্শীদৃষ্টি সম্পন্ন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি।বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিনের তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

বোরহান/স্মৃতি

2Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর