1. [email protected] : News room :
দেওয়ানগঞ্জ নেওয়া হচ্ছে বরখাস্ত মেয়র শাহানশাহকে  - লালসবুজের কণ্ঠ
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন

দেওয়ানগঞ্জ নেওয়া হচ্ছে বরখাস্ত মেয়র শাহানশাহকে 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

লালসবুজের কন্ঠ, নিউজ ডেস্ক


বরখাস্ত মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তারের পর জামালপুরের দেওয়ানগঞ্জে নেওয়া হচ্ছে। তিনি দেওয়ানগঞ্জ থানায় উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়ের করা মামলার আসামি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় দেওয়ানগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জসিম ঢাকাপ্রকাশকে বলেন, ‘আমাদের থানার একটি মামলায় বরখাস্ত মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে ঢাকায় গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে আনতে আমাদের একটি টিম ঢাকায় গেছে। আসামীকে নিয়ে তারা ফেরার পথে রয়েছে।

এর আগে, ভোরে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ান ঘিরে রাখার পর সেখান থেকে শাহানশাহকে গ্রেপ্তার করে র‍্যাব। এসময় তার হোটেল কক্ষ থেকে বিদেশি মদ, বিয়ারসহ বিভিন্ন মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে র‍্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে থাপ্পড় মারার ঘটনায় শাহনেওয়াজ শাহানশাহকে আসামি করে মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা। ওই মামলার পর থেকে আত্মগোপনে চলে যান শাহানশাহ। তথ্যপ্রযুক্তির সহায়তার তার অবস্থান নিশ্চিত হওয়ার পর উত্তরার ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ান হোটেলটি ঘিরে নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এখন তাকে জামালপুরের দেওয়ানগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে, গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মেয়র শাহানশাহ। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসনের বিভিন্ন বিভাগ ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ। ওই অনুষ্ঠানে পৌরসভার নাম ঘোষণায় দেরি হওয়ায় মেয়র গালাগাল করেন এবং থাপ্পড় মারেন বলে সেদিন অভিযোগ করেন শিক্ষা কর্মকর্তা। পরে তিনি পৌর মেয়রের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন।এ ঘটনায় ১৯ ডিসেম্বর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে’ শাহনেওয়াজকে শাহানশাহকে দল থেকে বহিষ্কার করার কথা জানায় জেলা আওয়ামী লীগ। তার দুদিন পর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়রের পদ থেকে শাহানশাহকে সাময়িক বরখাস্ত করে।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু মো. শাহনেওয়াজ শাহানশাহর আচরণ শিষ্টাচার বহির্ভূত ও অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের সামিল, যা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচিন নয় এবং জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে, এ কারণে তাকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

শাহনেওয়াজ শাহানশাহ প্রথমবার দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র হন ২০১৬ সালে। চলতি বছর মার্চের নির্বাচনে আওয়ামী লীগ তার বদলে মনোনয়ন দেয় ফারীন হোসেনকে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শাহানশাহ স্বতন্ত্র প্রার্থী হলে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

কিন্তু ঋণ খেলাপির কারণে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করে শাহানশাহকেই নির্বাচনে সমর্থন দেয় আওয়ামী লীগ। নারিকেল গাছ মার্কা নিয়ে নির্বাচন করে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন শাহানশাহ।

নিউজ ডেস্ক/স্মৃতি

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর