1. [email protected] : News room :
দৃষ্টিনন্দন হচ্ছে রাজশাহীর শাহ মখদুম দরগা শরীফ - লালসবুজের কণ্ঠ
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন

দৃষ্টিনন্দন হচ্ছে রাজশাহীর শাহ মখদুম দরগা শরীফ

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

 

নিউজ ডেস্ক লালসবুজের কণ্ঠ
ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত রাজশাহী পদ্মাতীরে অবস্থিত হযরত শাহ মখদুম রূপোশ (র:) দরগা শরীফ। প্রায় হাজার বছর পূর্বে শান্তি প্রতিষ্ঠায় ছুটে আসেন হযরত শাহ মখদুম রূপোশ (র: । ইতিহাসের সাক্ষী হাজার বছরের পুরোনো এই দরগাহটি পরিদর্শনে দেশের বিভিন্ন প্রান্তের ও বিভিন্ন ধর্মের মানুষ ছুটে আসেন।

ঐতিহ্যবাহী সেই দরগাহ শরীফের পুরো এলাকাটি সংস্কারের জন্য ২৪ কোটি ৮৭ লক্ষ ২৭ হাজার টাকা উপন্নয়ন প্রকল্প গত বুধবার (৯ ফেব্রুয়ারী) অনুমোদন হয়েছে ।

রাসিক সূত্র জানায়, শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের উন্নয়ন প্রকল্পের আওতায় মসজিদ ও মাজার কমপ্লেক্স নির্মাণে স্থাপত্য নক্সা ও প্রকৌশল নক্সা প্রণয়ন ও নির্মাণ তদারকিতে পরামর্শক নিয়োগ, ৪ তলা মাজার কমপ্লেক্স -এর প্রশাসনিক ভবন নির্মাণ, ৪ তলা মিনারসহ মসজিদ নির্মাণ, মাজার নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণ, প্রবেশ গেইট নির্মাণ ও ল্যান্ড স্কেপিং করা হবে। এর জন্য ২৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার টাকা। প্রকল্পটি অনুমোদন হওয়ায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পণা মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজশাহী নগরীর পদ্মপাড়ে অবস্থিত এই দরগা শরীফটি আরো আকর্ষনীয় ও দৃষ্টি নন্দিত হবে। ফলে পদ্মাপাড়ে প্রতিদিন যে ভাবে পর্যটক ও দর্শনার্থীদের ভীড় জমে এই দরগা শরীফটির কাজ সম্পন্ন হলে পর্যটকদের আগমন আরো বেশী হবে।

নগরবাসী জানান, ইতিহাসের সাক্ষী এই দরগা শরীফটি সংস্কারের জন্য প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন দিয়েছে এই জন্য প্রধানমন্ত্রী ও রাসিক মেয়র লিটনকে ধন্যবাদ জানায়। এই মহতি উদ্যোগ আমাদের রাজশাহীর উন্নয়নে একটি অনন্য নজির। এর ফলে রাজশাহী সুনাম আরো বেশী দেশ বিদেশে ছড়াবে বলে জানান।

বিভিন্ন সূত্র অনুসারে, রাজশাহী নগরীর নাম ছিল মহাকাল গড়। এখানে মাহকাল দেও এর বিখ্যাত মন্দিরে নরবলি দেয়া হতো। হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) বাংলায় দেও জাতিকে ইসলামের সুমহান আদর্শে দিক্ষীত করার উদ্দেশ্যে ১২৮৯ খ্রিষ্টাব্দে রাজশাহী অঞ্চলে আগমন করেন।

এসময় এই অঞ্চলে মানুষ বলী দেয়ার প্রথা প্রচলিত ছিল। তৎকালীন রাজার সাথে যুদ্ধজয়ের পর ১৩২৬ খ্রিষ্টাব্দে রাজশাহী মহানগরী বা সেকালের মহাকালগড়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এখানেই তিনি ১৩৩১ খ্রিষ্টাব্দে পরলোক গমন করেন। তাঁর মৃত্যুর পরও দরগা শরীফকে কেন্দ্র করে ইসলাম প্রচারের কাজ চলতে থাকে।

 

টিআর/লালসবুৃজের কণ্ঠ

4Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর