1. [email protected] : News room :
তাহফিজ টুপির বিশ্ব জয়, কম পুঁজিতেই স্বাবলম্বী বগুড়ার ৫ লাখ নারী - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

তাহফিজ টুপির বিশ্ব জয়, কম পুঁজিতেই স্বাবলম্বী বগুড়ার ৫ লাখ নারী

  • আপডেটের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

রাজশাহী প্রতিবেদক:


সকাল হতেই ব্যস্ততা বাড়ে নাসরিন বেগমের। ঘর গৃহস্থালীর কাজ দ্রুত শেষ করাই তার প্রথম চ্যালেঞ্জ। এরপর বাচ্চাদের নাওয়া খাওয়া শেষ করে স্কুলে পাঠিয়ে, স্বামীকে তার কাজে পাঠানোর পর তার কিছুটা স্বস্তি মেলে।

প্রথম দফা কাজ ফুরালে, এবার তিনি বাড়ির উঠানে মাদুর পেতে বসেন। তার দেখাদেখি আশেপাশের করিমন বেওয়া, বিলকিছ পারভীন, আয়শা খাতুনও এসে বসেন। সময় গড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে তাদের গালগল্প।

স্কুল থেকে ফিরে শাহনাজ পারভীন, মিথিলাসহ আরও অনেকে তাদের সঙ্গে যোগ দিয়ে দল ভারি করেন। গল্পে গল্পে সুতা আর ক্রুশ কাটা নিয়ে নিজেদের স্বপ্ন বোনেন তারা।

নারীদের নিপুণ হাতে তৈরি এসব টুপির সঙ্গে জেলার ২ লাখ পরিবারের ৫ লক্ষাধিক নারী জড়িত। এদের কেউ টুপি বোনাকে পেশা হিসেবে নিয়েছেন, আবার কেউবা বাড়তি আয়ের জন্য বাড়িতে বসেই টুপি তৈরি করছেন।

গ্রামীণ এই নারীদের বোনা টুপি রফতানি করে বছরে ৫০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে বলে জানিয়েছেন টুপি শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।

বগুড়ার শেরপুর উপজেলার তালকুপিয়া গ্রামে খুবই পরিচিত এই দৃশ্য এটি। দল বেধে বসে এলাকার বিভিন্ন বয়সের নারীরা বিভিন্ন রকমের টুপি বোনেন। রমজান এলে তাদের ব্যস্ততা বহুগুণ বেড়ে যায়।

তাদের বানানো টুপির মধ্যে অন্যতম চাহিদা ‘তাহফিজ টুপি’। এই টুপি বুনে কম পুঁজিতেই স্বাবলম্বী হয়েছেন বগুড়ার নারীরা।

নারীদের নিপুণ হাতে তৈরি এসব টুপির সঙ্গে জেলার ২ লাখ পরিবারের ৫ লক্ষাধিক নারী জড়িত। এদের কেউ টুপি বোনাকে পেশা হিসেবে নিয়েছেন, আবার কেউবা বাড়তি আয়ের জন্য বাড়িতে বসেই টুপি তৈরি করছেন।

গ্রামীণ এই নারীদের বোনা টুপি রফতানি করে বছরে ৫০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে বলে জানিয়েছেন টুপি শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।

জানা গেছে, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম একটি টুপি পরে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করে বিশ্বে বাংলাদেশের সুনাম বয়ে এনেছেন।

এরপর থেকে তার পরা সেই ‘তাহফিজ টুপি’ টুপির চাহিদা বেড়ে যায়। বগুড়া জেলার ধুনট, শেরপুর, শাজাহানপুর, সদর,কাহালু ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে নারীরা গত ১৫ বছর ধরে টুপি তৈরির কাজ করে যাচ্ছেন।

দিন দিন টুপির চাহিদা বাড়তে থাকায় এই পেশায় যোগ দিচ্ছেন শিশু কিশোরীদের অনেকেই।

শুক্রবার (১৫ এপ্রিল) বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, সংসারের কাজ শেষ করে অবসর সময়ে আশে পাশের কয়েকজন নারী একত্রিত হয়ে মাদুর বিছিয়ে খোশ গল্পের পাশাপাশি ক্রুশ কাটা আর সুতার বুননে তৈরি করছেন টুপি। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অনেকেই টুপি তৈরি করে নিজের লেখাপড়ার খরচ জোগাচ্ছেন।

শেরপুর উপজেলার তালপুকুরিয়া গ্রামের শাহাদৎ হোসেনের স্ত্রী শানু বেগম জানান, তিনি সংসারের সব কাজ সামলিয়ে অবসর সময়ে টুপি তৈরির কাজ করেন। কোনো দিন ১টি, আবার কোনো দিন ২টি টুপি তৈরি করেন তিনি।

১টি টুপি তৈরিতে ডিজাইন অনুযায়ী ১৫ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত মুজুরি পেয়ে থাকেন। এতে তার প্রতি মাসে ১ হাজার টাকা বাড়তি আয় হচ্ছে। তবে রমজান মাসে টুপির চাহিদা বেড়ে যাওয়ায় কাজের চাপও বেশি থাকে। ফলে এই মাসে আয় হয় বেশি।

তালপুকুরিয়া গ্রাম ছাড়াও শেরপুরের, কাশিয়াবালা, তালপুকুরিয়া, চকধলী, জয়লা-জুয়ান, জয়লা-আলাদি, কল্যাণী, চক-কল্যাণী ও গুয়াগাছী এবং ধুনটের বোহালগাছা, চৌকিবাড়ি, ফড়িংহাটা, কুড়হা-হাটা, বিশ্বহরিগাছা, চাঁনদার, ভূবনগাতি, চালাপাড়া, পাঁচথুপি, থেউকান্দি ও বাটিকাবাড়িসহ এই দুই উপজেলায় ৬শ পরিবার এই টুপি শিল্পের সঙ্গে জড়িত।

এছাড়াও বগুড়া সদরের চাঁদমুহা, সরলপুর, শিকারপুর টেংরা, শিবগঞ্জ উপজেলার বিহার, রায়নগর, কাজীপুরসহ বিভিন্ন গ্রামে নারীরা টুপি তৈরির কাজে নিয়োজিত আছেন।

কাশিয়াবালা গ্রামের কলেজশিক্ষার্থী খোরশেদা খুশি বলেন, ‘গত বছর কলেজ বন্ধ থাকায় অনেক কাজ করেছিলাম। টুপি তৈরি করে মাসে প্রায় ১০ হাজার টাকা আয় করেছিলাম। গত বছরের আয়ে এ বছর আমার লেখাপড়া ভালোভাবে চালিয়ে নিতে পেরেছি।

ঈদের আগে এই ব্যবসা জমজমাট হবে—এই ভেবে শবেবরাতের আগে থেকে আবারও টুপি বুনছি। এই আয় দিয়ে সামনের দিনগুলোতে মনোযোগ দিয়ে পড়াশোনা করবো।’

টুপি তৈরির কারিগররা জানান, বিভিন্ন এলাকার ব্যাপারীরা বাড়ি বাড়ি গিয়ে সূতা দিয়ে আসেন। পরে সূতোর দাম কেটে রেখে অবশিষ্ট টাকা দিয়ে টুপি কেনেন।

গত বছর কলেজ বন্ধ থাকায় অনেক কাজ করেছিলাম। টুপি তৈরি করে মাসে প্রায় ১০ হাজার টাকা আয় করেছিলাম। গত বছরের আয়ে এ বছর আমার লেখাপড়া ভালোভাবে চালিয়ে নিতে পেরেছি।

ঈদের আগে এই ব্যবসা জমজমাট হবে—এই ভেবে শবেবরাতের আগে থেকে আবারও টুপি বুনছি। এই আয় দিয়ে সামনের দিনগুলোতে মনোযোগ দিয়ে পড়াশোনা করবো।

ব্যাপারী সোহাগ মিয়া জানান, একজন নারী দিনে ৩/৪টি টুপি তৈরি করতে পারেন। ৭০ টাকা দামের এক ববিন সূতা দিয়ে ১২টি টুপি তৈরি করে যায়। বলতে গেলে একেবারে কম পুঁজিতে গ্রামের নারীরা এই টুপি বুনে আয় করে থাকেন। এতে করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন।

এসব টুপি ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বিক্রি করে থাকে রাজু আকন্দ। তিনি বলেন, ‘টুপি তৈরির সঙ্গে বগুড়ার ২ লাখ পরিবারের ৫ লাখ নারী জড়িত। রমজান মাস এবং ঈদ উপলক্ষে আরও কয়েক হাজার নারী টুপি তৈরির কাজ শুরু করেছেন মৌসুমী কারিগড় হিসেবে।

এসমব গ্রামে তৈরি হওয়া রকমারি টুপি দেশের সীমানা পেরিয়ে সৌদি আরব, পাকিস্থান, দুবাই, কাতার, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে সারা বছর।’

তিনি জানান, বছরের অন্য সময়ের চেয়ে পবিত্র রমজান মাসে টুপির চাহিদা বেশি থাকে। তবে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফের কর্মচঞ্চলতা বেড়েছে টুপি তৈরির গ্রামগুলোতে। প্রতি বছর রমজান মাসে বিভিন্ন মডেলের টুপির চাহিদা থাকলেও এবার তাহফিজ টুপির রয়েছে ব্যাপক। গ্রামের নারীরা এই টুপি তৈরির অর্ডার নিয়েও শেষ করতে পারছেন না।

তাই রাত দিন তারা পরিশ্রম করছেন। এ কারণে শবেবরাতের পর থেকে পরবর্তী এক মাসে দ্বিগুণের বেশি উৎপাদন হয়েছে টুপি। এই সময়ে আয়ও বেড়ে যায় নারীদের।

বাংলাদেশ জালি টুপি এ্যাসেসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি জুয়েল আকন্দ বলেন, আমাদের মাধ্যমে বছরে ৫০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন হয়। করোনার কারণে গত দুই বছর ব্যবসা মন্দা গেলেও এবার তাহফিজ টুপির প্রচুর চাহিদা রয়েছে।

তবে আমরা সরকার থেকে কোন অনুদান বা কোন সহযোগিতাও পাই না। এই শিল্পকে টিকে রাখতে হলে সরকারকে পাশে দাঁড়াতে হবে। তাহলে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা আরও ভালো করবে। সেই সঙ্গে সরকারও অনেক বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে।


টি,আর/তন্বী

23Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর