1. [email protected] : News room :
চেয়ারম্যানের ভাইকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

চেয়ারম্যানের ভাইকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

  • আপডেটের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক লালসবুজের কণ্ঠ:


মাদারীপুরে ইউপি চেয়ারম্যানের ভাইকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দোষ প্রমাণ না হওয়ায় পাঁচ জনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ মামলার রায় দেন। রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাজারুল ইসলাম মজনু ( ৫০), মাছিম শেখ (৪৮) ও জসিম শেখ (৪৫)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- হোসেন হাওলাদার (৬০), মনজুর আলী (৫৬), সাইদুর হোসেন হাওলাদার (৫২), সূর্য মাতুব্বর (৫৫), ফয়েজ শেখ (৫৮) ও সুজাল মাতুব্বর (৬০)।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৩ সালের ১৯ অক্টোবর মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পুরাতন রাজার হাট বাজারে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শিরখাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদারের মেজো ভাই রাজ্জাক হাওলাদারকে প্রকাশ্যে দিবালোকে গুলি ও কুপিয়ে হত্যা করে রাজনৈতিক প্রতিপক্ষ লুৎফর খালাসী ও তার সমর্থকরা। ঘটনার পরদিন ২০ অক্টোবর নিহতের স্ত্রী সেলিনা খানম বাদী হয়ে ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০০৫ সালের ৩ নভেম্বর মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান ১৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

পরে বাদীপক্ষ মামলায় নারাজি দিলে আরও একজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরে আদালত আরও তিন আসামিকে অন্তর্ভুক্ত করে বিচারকাজ শুরু করেন। বিচারকাজ চলাকালে পাঁচ আসামি ‘বন্দুকযুদ্ধে’ মারা যায় এবং আরও চার আসামির স্বাভাবিক মৃত্যু হয়। দীর্ঘ ১৯ বছর বিচারিক কার্যক্রম শেষে আজ এই হত্যা মামলার রায় দিলেন আদালত।

মামলার বাদী সেলিনা খানম বলেন, ‘আজকের রায়ে আমরা খুশি। এই রায় যেন উচ্চ আদালত বলবত রাখেন এবং দ্রুত কার্যকর করেন।’

মাদারীপুর জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, ‘রাজ্জাক হাওলাদার হত্যা মামলায় দীর্ঘ ১৯ বছর যুক্তিতর্ক শেষে আদালত এই মামলার রায়ে তিন জনের ফাঁসি, ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।

 


লালসবুজের কণ্ঠ/এস এস

6Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর