1. [email protected] : News room :
খাবারে বড়শি পাওয়ায় রাবির আবাসিক হলের ডাইনিং ভাঙচুর - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

খাবারে বড়শি পাওয়ায় রাবির আবাসিক হলের ডাইনিং ভাঙচুর

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

সানজানা শ্রুতি, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের ডাইনিংয়ের খাবারে মাছ ধরা বড়শি ও কেঁচো পাওয়ার অভিযোগে ডাইনিং ভাঙচুর করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনে নামে এবং এক পর্যায়ে হলের অভ্যন্তরে চেয়ার, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে।

এ সময় তারা হল প্রশাসনের কাছে হলের বিভিন্ন সমস্যা তুলে ধরে এবং তা দ্রুত নিরসনের দাবি জানায়। এদিকে বড়শি পাওয়ার ঘটনা তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, নবাব আব্দুল লতিফ হলের আবাসিক শিক্ষার্থী ও বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন ডাইনিংয়ে খাবার গ্রহনের সময় মাছ ভর্তায় মাছ ধরার বড়শি ও কেঁচো পান। ঘটনা জানা-জানি হলে হলের মেইন গেইট বন্ধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। শুধু আজকে নয় এর আগেও হলের ডাইনিংয়ের খাবারে পোকা মাকড় পাওয়ার অভিযোগ ছিলো শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের আরও অভিযোগ- হল প্রাধ্যক্ষ তাদের কোনো কল্যাণেই আসেন না।

এদিকে হল প্রাধ্যক্ষ ড. একরাম হোসেন শিক্ষার্থীদের আন্দোলন থামাতে চেষ্টা করলেও তারা থামেনি। প্রাধ্যক্ষ ভিতরে প্রবেশ করতে চাইলেও প্রথমে তাকে ঢুকতে দেয়া হয়নি। পরে বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান উপস্থিত হয়ে হল প্রাধ্যক্ষসহ আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এতে হলের আবসিক শিক্ষক সাইফুর রহমানকে আহবায়ক করা হয়। অন্য দুই আবাসিক শিক্ষক ড. আব্দুল হালিম, ড. ছালেকুজ্জামান খাঁন সদস্য হিসেবে রয়েছেন।

11Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর