1. [email protected] : News room :
কোনোরকমে বস্তা ধইরা ভাইসা ছিলাম : ডুবন্ত লঞ্চের যাত্রী মোকসেদা - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

কোনোরকমে বস্তা ধইরা ভাইসা ছিলাম : ডুবন্ত লঞ্চের যাত্রী মোকসেদা

  • আপডেটের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক,লালসবুজের কণ্ঠ:


শীতলক্ষ্যা নদীতে কার্গোর ধাক্কায় মুন্সিগঞ্জের যাত্রীবোঝাই লঞ্চডুবির ঘটনায় নিখোঁজ স্বজনদের খোঁজে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ভিড় করছে মানুষ। ঘাটে যখনই কোনো ট্রলার ভিড়ছে, স্বজনদের খুঁজে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ।

কেউ কেউ আবার স্বজনদের খোঁজে ট্রলার নিয়ে ছুটে যাচ্ছেন লঞ্চডুবির ঘটনাস্থল নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে। স্বজনদের খুঁজে না পেয়ে আবার ফিরছেন লঞ্চঘাটে।

এদিকে স্বজনদের অভিযোগ, পর্যাপ্ত ডুবুরি লঞ্চ উদ্ধারে কাজ করলেও লঞ্চের ভেতর থেকে মরদেহ ঠিকমতো উত্তোলন করছে না।

উত্তর ইসলামপুরের রায়হান বলেন, আমার গ্রামের তিনজন মারা গেছে। তাদের খুঁজে ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহ উদ্ধার হয়েছে কিন্তু এখনো আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি।

ঘটনাস্থল থেকে ফিরে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, লঞ্চ উদ্ধারে অনেক ডুবুরি দল কাজ করছে। কিন্তু তারা ডুবে থাকা লঞ্চ থেকে মরদেহ ঠিকমতো উদ্ধার করছে না। সবাই দেখেছে মানুষ ডুবে গেছে। কিন্তু এত দেরি করছে কেন?

ডুবে যাওয়া লঞ্চ থেকে জীবিত ফেরা হাসপাতালের কর্মী মোকসেদা বেগম বলেন, আমাদের লঞ্চটা সামনে ছিল। পেছনে বড় একটা জাহাজ ছিল। পেছন থেকে ওই জাহাজটা আমাগো লঞ্চরে ধাক্কা দিল। এভাবে ১০ মিনিট পর্যন্ত ধাক্কা দিতে দিতে সামনে লইয়া যাইতাছিল। এরপর লঞ্চের পশ্চিম পাশে পানি উইঠ্ঠা আমাদের লঞ্চটা চোখের সামনে ডুইব্বা গেল।

এভাবেই ডুবে যাওয়া লঞ্চ দুর্ঘটনার বর্ণনা দেন এমবি আশরাফউদ্দিন লঞ্চের যাত্রী মোকসেদা।

মুন্সিগঞ্জ সদর উপজেলার গণকপাড়া এলাকায় বাসিন্দা মোকসেদা আরও বলেন, ডুবন্ত লঞ্চ থেকে আমি লাফাইয়া পানিতে পড়লাম। আমি পানিতে তলাইয়া যাইতাছিলাম। কোনো রকম সাঁতরাইয়া পানির ওপর উঠি। এরপর একটা বস্তা ধইরা ভাইসা ছিলাম। চোখের সামনে ছোট বাচ্চা, মহিলা কত মানুষ তলাইয়া গেল বলেই আহাজারি করতে থাকেন মোকসেদা।

আরেক যাত্রী সজীব মাহমুদ বলেন, আমি তেজগাঁও টেকনিক্যাল ইনস্টিটিউটের অষ্টম সেমিস্টারের ছাত্র। সামনেই আমার ফাইনাল পরীক্ষা। এ জন্য ঢাকায় গিয়েছিলাম প্রবেশপত্র আনতে। দুপুর ১টা ৫৮ মিনিটের দিকে আমাদের লঞ্চ নারায়ণগঞ্জ থেকে ছাড়ে। তার ভাষ্যমতে লঞ্চের ওপরে-নিচে ৩০ থেকে ৪০ জনের মতো যাত্রী ছিল। রোদের কারণে সব যাত্রী কেবিনে ও নিচতলায় ছিল। আমি লঞ্চের বাহিরে ছিলাম। লঞ্চটি কয়লা ঘাট এলাকায় আসার পর পেছন থেকে কার্গো জাহাজটি ধাক্কা দিতে থাকে। তখনই প্রবেশপত্র, বই-খাতাসহ পানিতে ঝাঁপ দেই। আমার সাথে আরও কয়েকজন ঝাঁপ দেয়। পরে তারা নদীতে নোঙর করে থাকা বাল্কহেডে ওঠে।

তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, কার্গো জাহাজ লঞ্চকে ধাক্কা দিতে দিতে কাত করে ফেলল। একপর্যায়ে লঞ্চটির চোখের সামনে ডুবে গেল। ভাগ্যগুণে বেঁচে ফিরলাম। আমার সাথে লঞ্চে ওঠা কত মানুষ ছিল। তারা মরে গেল।

মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকার বলেন, দুর্ঘটনাকবলিত লঞ্চে যাত্রীরা অধিকাংশই মুন্সিগঞ্জের বাসিন্দা বলে শুনেছি। ঘটনা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি।

জরুরি কেউ আহত থাকলে তাদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের একটি দল মুন্সিগঞ্জ লঞ্চঘাটে রাখা হয়েছে। নৌ পুলিশ ও তৎপরতা চালাচ্ছে বলে জানান তিনি।


লালসবুজের কণ্ঠ/এস.আর.এম.

38Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর