1. [email protected] : News room :
ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে জাজিরার ঘাটে ফেরিঘাট নির্মাণকাজ শুরু - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে জাজিরার ঘাটে ফেরিঘাট নির্মাণকাজ শুরু

  • আপডেটের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

মাদারীপুর প্রতিনিধি;


ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে শিমুলিয়া ও শরীয়তপুরের জাজিরা নৌরুটে জাজিরার মাঝিকান্দি ঘাটে আরেকটি ফেরিঘাট নির্মাণকাজ শুরু হয়েছে। ২৮ এপ্রিলের মধ্যে নতুন ঘাটটি চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে বিআইডব্লিউটিএ।

এ ছাড়া এ নৌরুটে দুর্ভোগ লাগবে রাতে ফেরি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট পরিদর্শনে এসে বলেন, পদ্মা সেতুর নিরাপত্তার স্বার্থে বাংলাবাজার ঘাটটি যে কোনো সময় বন্ধ করে দেওয়া হবে।

ঈদে ঘরমুখী মানুষের চাপ মোকাবিলা করার জন্য ওই ঘাট থেকে রাতে কয়েক দিন ফেরি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বিকল্প জাজিরা ঘাটে আরেকটি ফেরিঘাট নির্মাণ করা হবে ২৮ এপ্রিলের মধ্যে।

মুন্সীগঞ্জের শিমুলিয়া নদী বন্দরের নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন আমাদের সময়কে বলেন, মানুষের দুর্ভোগ লাগবে মাঝিকান্দি ঘাটে আরেকটি ফেরিঘাট নির্মাণকাজ চলমান রয়েছে।

আগামী ২৮ এপ্রিল ঘাটটি চালু করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ৮৭টি লঞ্চ চলাচল করবে। এ ছাড়া ১৫৩টি সিবোট চলাচল করবে। এতে যদি কিছুটা দুর্ভোগ কমে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম দৈনিক আমাদের সময়কে বলেন বর্তমানে ৬টি ফেরি চলাচল করছে। ঈদকে সামনে রেখে আরও দু-তিনটি ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ স্বল্প সংখ্যক ফেরি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া অনেক কষ্টসাধ্য। তার পরেও যদি ১০টি ফেরি চলাচল করে তা হলে বেশি একটা চাপ হবে না। যদি এর কম হয় তা হলে দুর্ভোগ হতে পারে।

ফেরি, নাব্যতা ও ঘাট সংকটে রয়েছে ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিঘাট। পদ্মা পাড়ের অপেক্ষায় মহাসড়কে প্রতিদিনই পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী যানবাহনের ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে আটকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট নানা সংকটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের। এ সংকট নিরসন না হলে ঈদযাত্রায় দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, এ নৌরুটে ছোট-বড় ২১টি ফেরি রয়েছে। ইঞ্জিনসহ বিভিন্ন ত্রুটি দেখা দেওয়ার কারণে ৩টি রো রো ফেরি, ২টি ইউটিলিটি ফেরি বিকল রয়েছে।

এর মধ্যে পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে মেরামত কাজ চলছে ফেরি মাধবীলতা আর নারায়ণগঞ্জ ডর্কইয়ার্ডে পাঠানো হয়েছে ভাষাসৈনিক গোলাম মাওলা, শাহ্ আলী, শাহ্ পরান ও শাপলা-শালুক।


শফিক/তন্বী

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর