1. [email protected] : News room :
আমের রাজ্যে বারোমাসি তরমুজে নতুন সম্ভবনা - লালসবুজের কণ্ঠ
বুধবার, ০১ মে ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

আমের রাজ্যে বারোমাসি তরমুজে নতুন সম্ভবনা

  • আপডেটের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

লালসবুজের কণ্ঠ রিপোর্ট,


আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে বারোমাসি তরমুজ চাষ করে তাক লাগিয়েছেন কৃষকরা। এই তরমুজ জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। চাষিরা বলছেন এক জমিতে বছরে ৪ বারেরও বেশি চাষ করা সম্ভব এ তরমুজ। আর স্থানীয় কৃষি বিভাগের ধরণা জেলার বাণিজ্যিক নতুন সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনবে এই বারোমাসি তরমুজ।

জেলার সদর উপজেলার আমনুরা রোডের জামতলা বাজার এলাকার বাবু আলীর আমিরা এগ্রো ফার্মে গিয়ে দেখা যায়, মাটিতে মালচিং পেপারের নিচে রোপণ করা বীজ থেকে চারা উঠে দুপাশে দেওয়া বাঁশের তৈরি মাচার ওপর বড় হয়েছে গাছ। গাছে দুলছে ব্ল্যাক বেবি ও কানিয়া জাতের সুস্বাদু তরমুজ। আর ছিঁড়ে না পড়ে এজন্য ব্যবহার করা হয়েছে এক ধরনের নেটের ব্যাগ। এক একটি তরমুজের ওজন প্রায় দেড় থেকে দুই কেজি পর্যন্ত। যা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি দরে।

তরমুজ চাষি বাবু আলী বলের, গত তিনমাস আগে স্থানীয় কৃষি বিভাগ ব্ল্যক বেবি জাতের তরমুজের ১২ কাঠা জমির একটি প্রদর্শনী দিয়েছিল। এ জন্য চাষ করেছিলাম এই বারোমাসি তরমুজ। কিন্তু বীজ রোপণের দুই মাসের মধ্যেই সব তরমুজ সুমিষ্ট হয়ে বিক্রির উপযোগী হয়েছিল। পরে ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি করে প্রায় ৯৫ হাজার টাকা পেয়েছি। এটা অন্তত লাভজনক ফল। তাই ফের ১৫ কাঠা চাষ করেছি। এবার প্রায় ১ লাখ টাকা পাব বলে আশা করছি। আগামী বছর প্রায় ১০ বিঘা জমিতে ব্ল্যক বেবি তরমুজ চাষ করব বলে সিদ্ধান্ত নিয়েছি।

কামরুল হাসান নামে আরও এক তরমুজ চাষি বলেন, মাত্র ৬০ দিনে কানিয়া তরমুজ বিক্রির উপযোগী হচ্ছে। এতে আমরা বেশ লাভবান হচ্ছি। অন্যন্য বছর যে তরমুজগুলো চাষ করতাম। বছরে মাত্র একবার চাষ করা যেত। আমার জমিতে এখন সারাবছর তরমুজ পাওয়া যায়। এবছর ৪ মাসে দুইবার এ তরমুজ চাষ করে ১৫ কাঠা জমিতে প্রায় দুই লাখ টাকা পেয়েছি। আর খরচ হয়েছে মাত্র ৬০ হাজার টাকা।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার ‍বলেন, গত ৫ মাস আগে একটি প্রকল্পের আওতায় ব্ল্যক বেবি ও কানিয়া জাতের বারোমাসি তরমুজ চাষ করছেন কৃষকরা। এ তরমুজ চাষ করে ৬০ দিনে ১ বিঘাতে প্রায় দেড় লাখ টাকা আয় করেছে অনেকে। কিন্তু এখন পর্যন্ত জেলায় খুব বেশি জমিতে চাষ হয়নি বারোমসি তরমুজ। তবে আশা করছি আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে পুরো জেলাতেই চাষ হবে এ তরমুজ। যেহুতু অসময়ে পাওয়া যাচ্ছে এই তরমুজ। তাই দামও বেশ ভালো পাচ্ছেন কৃষকরা। এতে জেলার অর্থনীতিতে ভূমিকা রাখবে এই বারোমাসি তরমুজ।


লালসবুজের কণ্ঠ/এস এস

43Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর