1. [email protected] : News room :
আমন ক্ষেতে কীটনাশক ছিঁটাতে গিয়ে কৃষকের মৃত্যু - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন

আমন ক্ষেতে কীটনাশক ছিঁটাতে গিয়ে কৃষকের মৃত্যু

  • আপডেটের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

* সচেনতার অভাবে এমন মৃত্যু দাবি স্থানীয়দের

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে আমন ক্ষেতে কীটনাশক প্রয়োগ শেষে বাড়ি ফিরেই মৃত্যু কোলে ঢলে পরেন এক কৃষক। শনিবার সকালে উপজেলার পাঁচন্দর ইউপির ডাঙ্গাপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

কৃষকের নাম- জালাল উদ্দিন (৫২), সে ডাঙ্গাপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র।

পারিবারিক সুত্রে জানাগেছে, কৃষক জালাল উদ্দিন নিজের দেড় বিঘা জমিতে আমন চাষ করেছেন। সেই আমন ক্ষেতে শনিবার বেলা ১০টার দিকে কীটনাশক ছিটাতে যান। কীটনাশক ছিটানোর শেষে বেলা ১২টার দিকে বাড়ি ফেরা মাত্র সে জ্ঞান হারিয়ে ফেলে। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেয়ার প্রস্ততি নেয়ার আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

কৃষক জালাল উদ্দিনের প্রতিবেশি ডাঙ্গাপাড়া গ্রামের সাহাবুর রহমান নামের এক শিক্ষক ও স্থানীয় একাধিক ব্যক্তি স্থানীয় কৃষি কর্মকর্তাদের উপর ক্ষোভ প্রকাশ করে জানান, স্থানীয় কৃষি কর্মকর্তারা যদি কৃষকদের মধ্যে কীটনাশক প্রয়োগের নিয়মা বলি প্রচার করে সচেতন করতেন তাহলে এ কৃষকের মুত্যু হতো না।
অনেক কৃষকেই জানেনা নিয়মাবলি। কারণ আজ শনিবার সকাল থেকেই প্রচন্ড তাপদাহ পুড়ছে পুরো রাজশাহী। এর মধ্যে এ কৃষক মুখে মা´ না পড়েই কীটনাশক প্রয়োগ করেছেন ক্ষেতে। ক্ষেতে রোদের তাপে অতিরিক্ত গরমে বিষ ক্রিয়া মারা গেছেন বলে মনে করছেন তারা।

ডাঙ্গাপাড়া গ্রামের দায়িত্ব (প্রাপ্ত) তানোর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন জানান, আমরা সব সময় কৃষকদের সচেতন করতে কাজ করছি। ক্ষেতে কীটনাশক ব্যবহার করার নিয়ম সব্রা জানা। খুব সকালে নয়তো বা বিকালে প্রয়োগ করতে বলা হয়েছে। তবুও কিভাবে কৃষক জালাল রোদে কীটনাশক প্রয়োগ করতে গিয়েছিল তা বলতে পারছিনা।

রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: দুরুল হোদা বলেন, কীটনাশক প্রয়োগের যথাযথ সর্তক থাকতে হবে। কীটনাশক যে প্রয়োগ করবেন তার আগে অবশ্যই তাকে ভরা পেটে থাকতে হবে। রোদের সময় না গিয়ে সকালে বা সন্ধ্রা আগে ঠান্ডা সময়,মুখে মা´.শরীরে ফুল শাট পড়ে ছিটাটে হবে। কারণ কীটনাশক শরীরে যেন না পড়ে। এবং শ্বাস-প্রশ্বাস নেয়ার সময় সর্তক থাকতে হবে,তার গ্যাস ভিতরে না যাই।

ডা:দুরুল হুদা আরো বলেন,কীটনাশকের গন্ধ শরীরে প্রবেশ করলে বমি বমি ভাব হবে। এবং মানব দেহের, ফুসফুস, লিভার এবং কিডনি আস্তে আস্তে অকেজো হয়ে পড়তে পারে। কৃষক জালাল উদ্দিনের ক্ষেত্রে সেটি আরো বেশি হয়েছে। কারণ আজ রোদের তাপমাত্র অনেক বেশি। কীটনাশকের গ্যাস ও গরম দুইটি এক সঙ্গে হওয়ার কারণে কৃষক জালাল উদ্দিন বিষ ক্রিয়া বা স্ট্রোকে মারা যেতে পারে বলে আমাদের ধারণা॥

130Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর