1. [email protected] : News room :
৪ ঘণ্টায় সড়কে ঝরল ৬ প্রাণ - লালসবুজের কণ্ঠ
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

৪ ঘণ্টায় সড়কে ঝরল ৬ প্রাণ

  • আপডেটের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক,লালসবুজের কণ্ঠ:


ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার ত্রিশাল, ভালুকা, মুক্তাগাছা, গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। এসব ঘটনায় আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন মরতুজা বেগম (৬০) ও তার নাতনি জান্নাত আক্তার (৩), মাহিন মিয়া (১৮), রিনা খাতুন (৫০), জোবায়ের ঢালী (৩২) ও সিন্নাতুর (১)।

মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জামান বলেন, সকাল ৮টার দিকে পৌর শহরের বড়হিস্যা বাজার সুপার মার্কেটের সামনে লরিচাপায় মাহিন মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার মনিরামবাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে।

ভালুকার ভরাডোবা মডেল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকা সড়ক দুর্ঘটনায় মরতুজা বেগম (৬০) ও তার নাতনি জান্নাত আক্তার (৩) নামে দুই পথচারী নিহত হয়েছেন।

একই সময়ে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের পদুরবাড়ী এলাকায় জামালপুরগামী একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে রিনা খাতুন (৫০) নামের এক নারী মারা যান। এ সময় আরিফুল আলম (৩২), আমির উদ্দিন (২৩) ও সিএনজি চালক সজিব (১৭) গুরুতর আহত হন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকালে গফরগাঁও উপজেলার খুরশিদ মহল এলাকায় মোটরসাইকের নিয়ন্ত্রণ হারিয়ে জোবায়ের ঢালী (৩২) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান জানান, জোবায়ের গফরগাঁও উপজেলার ঘাগড়া গ্রামের হুমায়ুন ঢালীর ছেলে।

এদিকে দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কাজির শিমলা এলাকায় দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে সাত মাস বয়সী সিন্নাতুর নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় ওই শিশুর মাসহ আরও অন্তত আটজন আহত হয়েছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত শিশুর মা অমি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সিন্নাতুর সদর উপজেলার সুতিয়াখালী এলাকার রুবেল মিয়ার মেয়ে।


লালসবুজের কণ্ঠ/মৌ

10Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর