1. [email protected] : News room :
সুপ্রীতির আত্নঅহংকার - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

সুপ্রীতির আত্নঅহংকার

  • আপডেটের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

সবনাজ মোস্তারী স্মৃতি


আমি কেমন আছি জানা কি আপনার প্রয়োজন? যদি প্রয়োজন না থাকে তবে আপনার জানার দরকার নাই। এমন কথা শুনে কিছুটা অপমান বোধ করে প্রমনাথ।মনে মনে ভাবে সুপ্রীতির আত্নঅহংকার ঠিক আগের মতই আছে। সাত বছর পর দেখা হবার পর সুপ্রীতির উত্তর এমন হবে প্রমনাথ তা আশা করেনি।

আর হবেই না বা কেনো সুপ্রীতির সাথে প্রমনাথ যা করেছিলো তাতে তার নিজেরই দোষ ছিলো।সুপ্রীতির পাশের সিটে বসা প্রমনাথ। এত বছর পর এমন ভাবে বাসে দেখা হবে দুজনের কেউ হয়তো কল্পনাও করেনি।

বাস চলছে।বিকেলের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। সূর্যের গোধূলির আলো রং ছড়াচ্ছে আকাশে। তার কিছু আলো জানালার ফাঁক দিয়ে এসে পড়ছে সুপ্রীতির মুখে। অদ্ভুত রকমের সুন্দর লাগছে সুপ্রীতিকে দেখতে।প্রমনাথ চুপচাপ সুপ্রীতির দিকে তাঁকিয়ে আছে আর সুপ্রীতির চাহনি জানালার বাইরের প্রকৃতির দিকে।

সাত বছর আগের চেহারার কোনো পরিবর্তন নেই। শুধু মাত্র চোখে চশমা ছাড়া। হালকা ধূসর রং এর শাড়ি, হাতে কালো বেল্টের ঘড়ি আর কপালে ছোট কালো টিপ যেনো সেই আগের সুপ্রীতি। প্রমনাথের সুপ্রীতি।তবে এই সুপ্রীতিকে তো নিজে থেকেই হারিয়েছিলো শুধু মাত্র কিছু সম্পত্তির লোভে পড়ে। বাবার কথায় বিয়ে করেছিলো অন্য একটা মেয়েকে।

অথচ সুপ্রীতি প্রমনাথের পথ চেয়ে বসে ছিলো। কথা ছিলো তারা বিয়ে করবে। সেদিন কি সুপ্রীতি লাল রঙের শাড়ি পড়েছিলো নাকি সবুজ? খুব জানতে ইচ্ছে করছে আজ। তবে সুপ্রীতি কি তাকে বলবে?
যদি বলে!

জিজ্ঞেস করতে দোষ কি তবে সুপ্রীতি তো কথা বলার কোনো সুযোগ দিচ্ছে না। অচেনা মানুষের থেকেও বেশি অচেনাদের ভীড়ে আজ সে।
“সে কি বিয়ে করেছে? নাকি আজো আমাকেই ভালোবাসে?”
প্রমনাথের মনের ভিতর আজ হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।তবে প্রশ্ন করতে আর সাহস হয় না।
বাস চলছে তার নিজেস্ব গতিতে। ঢাকা টু খুলনা। আট ঘন্টার রাস্তা। অথচ সময় যেনো বাতাসের আগে দৌড়াচ্ছে আজকে। প্রমনাথ মনে মনে চাইছে এই পথ যেনো শেষ না হয়।
যদিও তাদের এক সাথে পথ চলা ভিন্ন করেছিলো প্রমনাথ নিজে। তবে আজ সে প্রাণপনে চাইছে আজকের এই পথ যেনো শেষ না হয়।
তবে প্রমনাথের চাওয়ার অবশান ঘটিয়ে খুলনা বাসস্ট্যান্ডে এসে দাঁড়ায় বাস ।
একে একে বাসের সব যাত্রীর সাথে সুপ্রীতিও নেমে যায়।
প্রমনাথ বিড়বিড় করে বলে উঠে,”আমাদের গেছে যে দিন একে বারেই কি গেছে?
কিছুই কি নেই বাকি?”

সমাপ্ত

6Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর