1. [email protected] : News room :
সমাবেশে সংঘর্ষ আহত হয়েছে ২০জন - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

সমাবেশে সংঘর্ষ আহত হয়েছে ২০জন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

বরগুনা প্রতিনিধি;


বরগুনার পাথরঘাটায় দুই গ্রুপের মানবন্ধন ও সমাবেশে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছে ২০জন।

সোমবার দুপুরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এঘটনা ঘটে।

এর আগে সকালে উপজেলা ছাত্রলীগের বহিষ্কারকৃত সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের উর্ধতন কর্মকর্তার ভাই এনামুল হকের বিরুদ্ধে নানান অভিযোগ ও বিচারের দাবীতে মানববন্ধন করে উপজেলার কয়েক শতাধিক পরিবার।

দুপুরে মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। একইসময়ে এনামুল গ্রুপও ইউএনওর কার্যালয়ের সামনে সমাবেশ করতে আসেন এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জুয়েল গ্রুপকে তাড়িয়ে এনামুল গ্রুপ পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপারের (পাথরঘাটা সার্কেল) উপস্থিতিতে ইউএনও অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

পুলিশ জানায়, এনামুল ও জুয়েল দুই গ্রুপের পাল্টা কর্মসূচিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে পুলিশ দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, পুলিশের অনুমতি ছাড়াই এনামুল ও জুয়েল দুই গ্রুপের পাল্টা মানবন্ধন কর্মসূচি পালন করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউএনও হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ বলেন, সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। স্মারকলিপি পেয়েছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


জাহিদুল/তন্বী

3Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর