1. [email protected] : News room :
ভোলাতে প্রার্থী হয়েছেন ভিক্ষুক নাসিদা - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

ভোলাতে প্রার্থী হয়েছেন ভিক্ষুক নাসিদা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক,লালসবুজের কণ্ঠ:


ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থী হয়েছেন ভিক্ষুক মোসাম্মৎ নাসিদা বেগম (৫৫)। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার গিয়েও কোনো সহযোগিতা না পেয়ে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালগাছ প্রাতীকে প্রার্থী হয়েছেন তিনি।

স্বামী মো. ফজলু খাঁ মারা গেছেন প্রায় ১০ বছর আগে। বর্তমানে নাসিদা বেগমের দুই ছেলে জাহাঙ্গীর ঢাকায় রিকশা চালান ও আলমগীর গ্রামে দিনমজুরের কাজ করেন। অল্প আয়ে নিজের সংসার পরিচালনা করতে হিমশিম খান তারা। তাই বাধ্য হয়ে ওই ইউনিয়নের দেবীর চর ও লালমোহন উপজেলার বিভিন্ন বাজারে ভিক্ষা করেন নাসিদা বেগম।

নাসিদা বেগম জানান, তিনি অনেক গরিব। ভিক্ষা করে জীর্বিকা নির্বাহ করেন। এলাকার চেয়ারম্যান ও মেম্বারদের কাছে সহযোগিতার জন্য বারবার গেলেও কোনো সহযোগিতা পাননি তিনি। গরিব মানুষের কষ্ট তিনি বোঝেন। তাই এলাকার গরিব ও অসহায় মানুষের সেবা ও দুঃখ দূর করতে নিজে সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থী হয়েছেন। এলাকার জনসাধারণ চাঁদা তুলে তার মনোনয়ন ফরম, পোস্টার ও মাইকিংয়ের খরচ দিচ্ছে। তার বিশ্বাস ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি তালগাছ প্রাতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হবেন।

তিনি আরো জানান, এর আগেও তিনি একবার প্রার্থী হয়েছেন। তখন ১৫০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। কিন্তু এবারের মতো এত মানুষ তার পক্ষে ছিলো না। এবার তার পক্ষে এলাকার সব মানুষ রয়েছেন। এছাড়াও তার স্বামী ফজলু খাঁও একবার ইউপি সদস্য পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন।

ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীর চর গ্রামের বাসিন্দা মো. আবুল হাসেম, মো. জামাল ও মো. রাকিব জানান, নাসিদা বেগম একজন গরিব অসহায় নারী। তিনি ভিক্ষা করে সংসার চালান। এবার নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার জন্য আমাদের গ্রামের অনেক মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন। আমরা এলাকার অনেক মানুষ তাকে টাকা দিয়ে মনোনয়নপত্র, পোস্টার ছাপিয়ে দিয়েছি। এছাড়াও তার নির্বাচনী প্রচার প্রচারণার মাইকিংসহ বিভিন্ন খরচ আমরা বহন করছি।

লালমোহন উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আমির খসরু গাজী জানান, বদরপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ৯ হাজার ৫৬৬ ভোটার রয়েছে। এখানে নাসিদা বেগমসহ মোট ৬ জন নারী প্রার্থী রয়েছেন।


লালসবুজের কণ্ঠ/মৌ

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর