1. [email protected] : News room :
বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল বাবা-ছেলের - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল বাবা-ছেলের

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
ফাইল ছবি

নিউজ ডেস্ক লালসবুজের কণ্ঠ:


জামালপুরের সরিষাবাড়ীতে সেচ পাম্পের বিদ্যুতের তারে লেগে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গোবিন্দনগর পূর্বপাড়া গ্রামের ইনতাজ আলী (৫০) সকাল সাড়ে ১১টার দিকে তার একমাত্র ছেলে ফিরোজ আলমকে নিয়ে বাড়ির পাশে সেচ পাম্প চালু করতে গিয়েছিলেন। এদিকে শুক্রবার রাতভর ঝড়বৃষ্টি হওয়ায় পাম্পের বিদ্যুৎ সঞ্চালিত তার ছিঁড়ে লণ্ডভণ্ড হয়ে জমিতে পড়ে ছিল। সেই তার মেরামত করতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন ইনতাজ আলী। পরে তার এইচএসসি পড়ুয়া ছেলে বাবাকে বাঁচাতে এগিয়ে এলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

আশপাশের লোকজন দৌড়ে এসে তাদের দুইজনকে উদ্ধার করে ছেলে ফিরোজ বেঁচে আছে সন্দেহে তাকে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক জানান, সেচ পাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।


লালসবুজের কণ্ঠ/এস এস

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর