1. [email protected] : News room :
বান্দরবানে হত্যাকাণ্ডের আসামি আটক ১ - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

বান্দরবানে হত্যাকাণ্ডের আসামি আটক ১

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

লালসবুজের কণ্ঠ রিপোর্ট,বান্দরবান:


বান্দরবানে সেনা জোন অভিযানে রোয়াংছড়ি হত্যাকাণ্ডের আসামী মংয়ইপ্রু মারমাকে আটক করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় আন্তা পাড়া এলাকা হতে জেএসএস (মুল) দলের সদস্যকে আটক করা হয়। আটককৃত মংয়ইপ্রু মার্মা (৩৩), রোয়াংছড়ি উপজেলায় ১নং ওয়ার্ডের মধ্য পাড়া গ্রামে মংচথুই মার্মা ছেলে।

সেনা প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে মংসিংশৈ মারমাকে দিন দুপুরে নিজে বাড়ির পাশে পিছন হতে গুলি করে হত্যা করা হয়। উক্ত হত্যাকান্ডের মামলার আসামী জেএসএস (মুল) দলের সদস্য মং য়ইপ্রু মারমাকে আটক করা হয়।

সেনা প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, জে এস এস মূল দলের সক্রিয় সদস্য তথ্য সংগ্রহকারী হিসেবে কাজ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। রোয়াংছড়ি হত্যাকান্ডের সদস্য ছিলেন প্রাথমিক ভাবে জানা যায় । উক্ত ব্যক্তির রোয়াংছড়ি উপজেলার PCP সভাপতি হিসেবে কর্মরত আছে বলে জানা যায়। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় বান্দরবান সদর থানায় হস্তান্তর করেন।

এ ব্যাপারে বান্দরবান সদর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের নির্মূল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সর্বদা সাধারণ জনগণের জীবনমান সুখ ও স্বাছন্দে কাটুক সে প্রচেষ্টায় পার্বত্য অঞ্চল থেকে সন্ত্রাস ও চাঁদাবাজিদের ধ্বংস করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরো বলেন, পাশাপাশি যারা পার্বত্য অঞ্চলে অশান্তি সৃষ্টি করছে তাদের উদ্দেশ্যে করে বলেন সময় থাকতে আত্মসমর্পণ করুন এবং পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সহায়তা করুন নতুবা সেনাবাহিনীর হাত থেকে রেহাই পাওয়া সম্ভব হবে না বলেও তিনি জানান।


মংহাইসিং/লালসবুজের কণ্ঠ/মৌ

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর