1. [email protected] : News room :
প্রেসক্লাব ভবন ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন - লালসবুজের কণ্ঠ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

প্রেসক্লাব ভবন ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেটের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

নীলফামারী প্রতিনিধি


প্রেসক্লাব ভবন ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে নীলফামারীর চিলাহাটির সাংবাদিকরা। রবিবার দুপুরে ওই চিলাহাটি প্রেসক্লাবের ধ্বংসস্তুপের সামনে দাড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা।

সাংবাদিকদের ওই কর্মসূচিতে নীলফামারী প্রেসক্লাব, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ একাতœতা প্রকাশ করেন। চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন মঞ্জুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে এসময় বক্তৃতা করেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজয় চক্রবর্তী কাজল, প্রথম আলো প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মাহাবুবুল হক, সদস্য এ আই পলাশ, আহসানুল কবির, মোকাদ্দেস হোসেন প্রমুখ।

সাংবাদিকরা জানান, চিলাহাটি প্রেসক্লাবের সংবাদকর্মীদের স্থায়ী কোন অফিস বা জায়গা না থাকায় স্টেশন সংলগ্ন রেলের পরিত্যাক্ত প্রেসক্লাবের ভবন তৈরী করে কার্যক্রম চালিয়ে আসছে। যার উন্নয়ন কাজ এখনও চলমান। বক্তারা অভিযোগ করে বলেন, চিলাহাটি-হলদীবাড়ী রেললাইন নির্মাণ প্রকল্পের অনিয়ম-দূর্ণীতির অভিযোগ উঠেছে।

এ বিষয়ে তথ্য নিতে স্থানীয় সংবাদকর্মীরা প্রকল্প পরিচালক আব্দুর রহীমের কাছে গেলে তিনি সাংবাদিকদের কোন তথ্য না দিয়ে তাঁদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এরই রেষ হিসেবে পূর্ব কোন ঘোষণা বা নোটিশ ছাড়া সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার প্রকল্প পরিচালক আব্দুর রহীমের উপস্থিতিতে বুলডোজার দিয়ে চিলাহাটি প্রেসক্লাবের ভবনটি ভেঙ্গে দেয়।

বক্তারা অতিবিলম্বে দূর্ণীতিবাজ প্রকল্প পরিচালক আব্দুর রহীমের অপসারণ দাবি করেন। এদিকে একই স্থানে দলীয় কার্যালয় ভেঙ্গে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভোগডাবুড়ি ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ।

সাদ্দাম/স্মৃতি

8Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর