1. [email protected] : News room :
পীরগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে স্বারকলিপি - লালসবুজের কণ্ঠ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন

পীরগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে স্বারকলিপি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা হামলাকারীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করা সহ ৭ দফা দাবীতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের নিকট স্বারকলিপি দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

পীরগঞ্জ প্রেসক্লাবের ব্যানারে দেওয়া স্বারকলিপিতে উল্লেখ করা হয়, গত বুধবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তার এসবিএসি ব্যাংকের সামনে উপজেলা ছাত্রলীগের আয়োজনে কালো পতাকা মিছিলের ছবি তোলার সময় দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি লাতিফুর রহমান লিমনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।

হামলাকারীরা তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। সহকর্মীরা সহ স্থানীয়রা সাংবাদিক লিমনকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে গুরুতর অবস্থায় লিমন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পীরগঞ্জ থানার ওসি সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ আহত লিমনকে হাসপাতালে দেখতে যান এবং তার চিকিৎসার খোজ খরব নেন। কিন্তু এখন পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এতে স্থানীয় সাংবাদিকরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের চিহিৃত করে আইনের আওতায় আনার দাবী জানান সাংবাদিকরা। অন্যথায় সাংবাদিকরা বৃহত্তর আন্দোলন কর্মসূচী পালন করতে বাধ্য থাকবে।

স্বারকলিপিতে উল্লেখ করা অন্যান্য দাবীগুলো হলো- সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক লিমনের চিকিৎসা খরচ রাষ্ট্রীয় ভাবে বহন করা, রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ সংবাদ পত্র তথা সাংবাদিকদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত ও যখন তখন সাংবাদিকদের উপর হামলা-হত্যার হুমকি দেওয়া বন্ধ করা, স্বাধীন সাংবাদিকতায় বাধা কালো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা এবংপীরগঞ্জে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে কার্যকর ভুমিকা পালন করা এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের ঘটনা অনভিপ্রেত। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, স্বারকলিপির দাবী সমূহ বাস্তবায়নের জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হবে।


লিমন/এআর

67Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর