1. [email protected] : News room :
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত - লালসবুজের কণ্ঠ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


“মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (২৬ জুন) সকাল সোয়া ৯টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আতোয়ার রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে মাদকাসক্তের হাত থেকে রক্ষা করতে হবে। কারণ তরুণরাই আগামী দিনের সমাজ গড়ার হাতিয়ার। যাতে তারা ্িবপথগামী না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বক্তারা আরো বলেন, যেভাবে মাদক স্রোতের মত ভেসে আসছে, এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক অন্দোলন গড়ে তুলতে হবে। অনেকেই হাসতে হাসতে নেশার সাথে জড়িয়ে পড়ছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


কামাল/এআর

26Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর