1. [email protected] : News room :
কেউ আইনের উর্ধ্বে নয়, অপরাধীকে সাজা পেতেই হবে - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

কেউ আইনের উর্ধ্বে নয়, অপরাধীকে সাজা পেতেই হবে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

লালসবুজের কন্ঠ, রিপোর্ট গোপালগঞ্জ


“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই শ্লোগান নিয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) কাশিয়ানী থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে উপলক্ষে সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আয়েজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (বিপিএম, পিপিএম)।
তিনি সকলের সহযোগীতা কামনা করে বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে। সমাজটা আমাদের। তাই এখানে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে সমাজের প্রতিটি মানুষকে ভূমিকা রাখতে হবে। ছোট খাটো বিষয়ে যাতে মানুষকে থানায় যেতে না হয়। তাই মানুষের দোড় গড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আমরা তৎপর।

এসময় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) শাহীন চৌধুরী।

কাশিয়ানী অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদ রায়হানের সভাপতিত্বে ইনেন্সপেক্টর তদন্ত মোঃ ফিরোজ আলমের সঞ্চলনায়
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহম্মাদ আলী খোকন, মহেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান লুথু, মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মিরাজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ,সমমনা শিক্ষক সমাজের সভাপতি আলহাজ মো. বেলায়েত হোসেন, উপজেলা দূর্নিতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী ওমর হোসেন,সাংবাদিক মো. শহিদুল আলম মুন্না, প্রভাষক মো. মফিজুর রহামান মফিজ।

আশিক/স্মৃতি

 

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর