1. [email protected] : News room :
ইউক্রেনকে গোয়েন্দা তথ্য পাঠাচ্ছে জার্মানি? - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য পাঠাচ্ছে জার্মানি?

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

লালসবুজের কণ্ঠ,নিউজ ডেস্ক


রাশিয়ার হামলার মুখে ইউক্রেনকে জার্মান গোয়েন্দা সংস্থার তথ্য সরবরাহ করা হচ্ছে বলে দাবি করছে জার্মানির সংবাদ মাধ্যমের একাংশ৷ গোয়েন্দা সংস্থা বিএনডি ও সরকার অবশ্য সরাসরি কোনো মন্তব্য করেনি৷

অতীতের দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে জার্মান সরকার চলমান যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে বটে, কিন্তু দেশে-বিদেশে প্রবল চাপ সত্ত্বেও ‘জাতীয় স্বার্থ’ রক্ষার তাগিদের উল্লেখ করে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস আক্রমণাত্মক ভারি সরঞ্জাম পাঠাতে এখনো নারাজ৷ ন্যাটো ও পশ্চিমা সহযোগীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই ইউক্রেনকে সাধ্যমতো সামরিক সহায়তা দিতে তিনি প্রস্তুত৷ জার্মানি তথা ন্যাটোর যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাও দূর করতে চান শলৎস৷

প্রকাশ্যে এমন অবস্থান নিলেও শলৎসের সরকার নেপথ্যে ইউক্রেনকে আরও সহায়তা করছে বলে সংবাদ মাধ্যমের একাংশে দাবি করা হচ্ছে৷ জার্মানির সাপ্তাহিক ‘ডি সাইট’ পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনকে নিয়মিত তথ্য দিয়ে চলেছে৷ জার্মানির এআরডি টেলিভিশন নেটওয়ার্কও এমনটা দাবি করছে৷ সংবাদ সংস্থা ডিপিএ-র প্রশ্নের জবাবে বিএনডি জানিয়েছে যে সেই জার্মান গোয়েন্দা সংস্থা শুধুমাত্র জার্মান সরকার ও সংসদের সংশ্লিষ্ট কমিটিকে তথ্য সরবরাহ করে৷

জার্মান সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী বিএনডি স্যাটেলাইট থেকে তোলা ছবি এবং আড়ি পেতে শোনা রেডিও বার্তা ও মোবাইল টেলিফোনের কথোপকথন বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করছে৷ সেইসঙ্গে গোলাবারুদের ভাণ্ডার ও রুশ বিমানঘাঁটির মূল্যবান ছবিও সরবরাহ করছে জার্মানির এই গোয়েন্দা সংস্থা৷ আইনি বৈধতা বিবেচনা করে বিএনডি এই সব তথ্য ‘রিয়েল টাইম’ বা সঙ্গে সঙ্গে না পাঠিয়ে কয়েক দিন অপেক্ষার পর ইউক্রেনের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিচ্ছে বলে ‘ডি সাইট’ পত্রিকায় প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে৷ ফলে সেই তথ্য ব্যবহার করে ইউক্রেনের পক্ষে হিংসাত্মক হামলা চালানো সম্ভব নয়৷ এখনো পর্যন্ত একশোরও বেশি এমন গুরুত্বপূর্ণ তথ্য ইউক্রেনে পাঠানো হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷

এদিকে ইউক্রেনে জার্মান ব্যাটেল ট্যাংক পাঠানোর দাবিতে জার্মান সংসদে প্রধান বিরোধী শিবির এক প্রস্তাব পেশ করেও যথেষ্ট সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছে৷ সিডিইউ ও সিএসইউ দল সেই প্রস্তাবে ইউক্রেনের জন্য অবিলম্বে আরও কার্যকর সামরিক সহায়তা দেবার আহ্বান জানিয়েছিল৷ সাহায্যের পরিমাণ বাড়ানোরও দাবি করা হয়েছিল৷

জোট সরকারের প্রধান শরিক দল এসপিডি অবশ্য এমন দাবি নস্যাৎ করে এ ক্ষেত্রে ‘ঠাণ্ডা মাথায় বিচক্ষণতা’ দেখানোর পক্ষে সওয়াল করেছে৷ চলমান যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা এড়াতে ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়ার পক্ষে সওয়াল করছে শলৎসের নেতৃত্বে জোট সরকার৷ উল্লেখ্য, ইউক্রেনের জন্য আরও সাহায্যের দাবি করলেও সিডিইউ দলের শীর্ষ নেতা সম্প্রতি সে দেশের শরণার্থীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে প্রবল সমালোচনার শিকার হয়েছেন৷ শেষে তিনি এমন মন্তব্যের জন্য ক্ষমা প্রাথনা করেন৷

নিউজ ডেস্ক/স্মৃতি

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর