1. [email protected] : News room :
আজান পর্যন্ত সেহেরি খেলে রোজা হবে? - লালসবুজের কণ্ঠ
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

আজান পর্যন্ত সেহেরি খেলে রোজা হবে?

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

লালসবুজের কন্ঠ,নিউজ ডেস্ক


ফজরের আজান হলে সেহেরি খাওয়া বন্ধ করেন না অনেকে। এমনকি আজান শেষ হওয়া পর্যন্ত খান কেউ কেউ। ততক্ষণ পর্যন্ত না খেলে পেট কিছুটা খালি রয়ে যাবে অথবা সময় স্বল্পতার কারণে কিছু না খেয়েই রোজা রাখতে হবে—এ বিষয়ে ইসলামে শিথিলতা থাকবে মনে করেই হয়ত এমনটি করা হয়। আবার কারো ধারণা- সেহেরি যেহেতু শেষ সময়ে খাওয়া মোস্তাহাব, তাই আজান শেষ হওয়া নাগাদ খাওয়াই উত্তম।

উপরোক্ত সবগুলো ধারণাতেই অস্পষ্টতা আছে। সেহেরির শেষ সময় নিয়ে যেহেতু স্পষ্ট মাসআলা আছে, তাই রোজার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণার বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া নয়; বরং ইসলামি বিধান কী—সেটা জেনে নেওয়াই মুমিন মুসলমানের জন্য বাঞ্ছনীয়।

ওখানে দেখবেন, সেহেরির শেষ সময় কখন। ওই অনুযায়ী আপনি সেহেরি করলে আপনার রোজা শুদ্ধ হবে। কারণ ওই সময়সূচীর নির্দেশনা মূলত ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেই নির্ধারণ করা হয়। আর সময়সূচী নির্ধারণের প্রক্রিয়ায় সন্দেহপূর্ণ কয়েক মিনিট সময়ও যোগ করা হয়। যার কারণে আজান হওয়ার পরে সেহেরি খাওয়ার সুযোগ নেই। কিন্তু যদি কোনো মসজিদে ফজরের আজান ৫ মিনিট আগে দেওয়া হয়, তখন আপনাকে আজান হওয়ার কারণে খাওয়া শেষ করতে হবে না। বরং আপনি আজান হওয়ার পরও ৫ মিনিট খেতে পারবেন, যেহেতু ৫ মিনিট আগে আজান দেওয়া হয়েছে।

আবার, আজান যদি ক্যালেন্ডারের সঙ্গে মিল থাকে, সেক্ষেত্রে আজানের পরে সেহেরি খেলে রোজা হবে না। কারণ, সুবহে সাদিকের আগে আজানের সময় হয় না, বরং আজানের সময় হয় আমাদের দেশের ক্যালেন্ডার অনুযায়ী, সুবহে সাদিকের কয়েক মিনিট পরে (সন্দেহজনক সময় যুক্ত করে)। তাই আজান হলে খাওয়ার সুযোগ নেই।

তবে, রাত আছে মনে করে যদি কেউ সেহেরি খায়, অতঃপর জানা যায় যে, তখন সেহেরির সময় শেষ হয়ে গিয়েছিলো। তাহলে সে রোজার শুধু কাজা আদায় করতে হবে; কাফফারা আদায় করতে হবে না। (রদ্দুল মুখতার, খণ্ড-৩য়, পৃষ্ঠা-৪৩৬)।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের যাবতীয় মাসায়েল জানার, বোঝার ও যথাযথ মেনে চলার তাওফিক দান করু। আমিন।

নিউজ ডেস্ক/স্মৃতি

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর