নিউজ ডেস্ক লালসবুজের কণ্ঠ
৫৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণসাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ ও আমেনা খাতুন দম্পতি
অবশেষে ৫৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ।
শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার সাহেদ প্যালেসে মাসুদ অরুণ ও আমেনা খাতুনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাসুদ অরুণ মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, ভাষা সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আহম্মদ আলীর বড় ছেলে। তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। ২০০১ সালে বিএনপি সরকারের আমলে মেহেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
অন্যদিকে, নববধূ আমেনা খাতুন চুয়াডাঙ্গার আসমানখালী এলাকার বন্দরভিটা গ্রামের মৃত মহাম্মদ আলীর মেয়ে। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য ও নিকটতম রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ৫৮ বছর বয়সে বিয়ের বিষয়টি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই মেহেরপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মাসুদ অরুণের নতুন দাম্পত্য জীবনের শুভ কামনা জানিয়েছেন।
Leave a Reply