লালসবুজের কণ্ঠ ডেস্ক:
প্রতারণার মাধ্যমে ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী মাল্টি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান শামীম কবিরকে গ্রেফতার করেছে সিআইডি। গত ৪ বছর ধরে পলাতক থাকা শামীম কবিরের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনসহ ২৮টি মামলা রয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীতে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত মঙ্গলবার সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে শামীম কবিরকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় একটি মাইক্রোবাস, ২৯টি জমির দলিল, মোবাইল ফোন ও চেক বই।
সিআইডি জানায়, জেলা সমবায় কার্যালয় থেকে অনুমোদন পেয়ে কুমিল্লার দাউদকান্দিতে ফারইস্ট ইসলামী মাল্টি কো-অপারেটিভ সোসাইটি কার্যালয় খোলেন শামীম কবির। বেশি মুনাফা দেয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেয় কয়েকশো কোটি টাকা।
Leave a Reply