1. [email protected] : News room :
১৩ জুট মিল ইজারা নিতে ৫৩ প্রস্তাব - লালসবুজের কণ্ঠ
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

১৩ জুট মিল ইজারা নিতে ৫৩ প্রস্তাব

  • আপডেটের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক,লালসবুজের কণ্ঠ;


দেশের ১৩ জুট মিল ইজারা নিতে ১৮টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ৫৩টি প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

সোমবার (১৮ এপ্রিল) নরসিংদীর পলাশে বাংলাদেশ জুট মিলস লিমিটেডের উৎপাদন কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা জানান।

পরিদর্শনকালে বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে ২টি জুট মিল ভাড়াভিত্তিক ইজারা দেওয়া সম্ভব হয়েছে। ২টি জুট মিলের লিজ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও ১৩টি মিলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ১৮টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের থেকে ৫৩টি প্রস্তাব পাওয়া গেছে।

প্রস্তাব মূল্যায়ন কমিটি মূল্যায়ন করে প্রতিবেদন বিজেএমসিতে জমা দিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিজেএমসি মূল্যায়ন করা প্রতিষ্ঠানগুলোকে আরএফপি দেওয়ার অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আরও কয়েকটি মিল ভাড়াভিত্তিক লিজ দেওয়া সম্ভব হলে নতুন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ হবে। এ ক্ষেত্রে অবসায়ন হওয়া শ্রমিকরা অগ্রাধিকার পাবেন।


লালসবুজের কণ্ঠ/তন্বী

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর