লালসবুজের কণ্ঠ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ। রবিবার (৩০ জুন) সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন তিনি।
বিরোধীদলীয় নেতার কার্যালয় সূত্রে জানা যায়, ছেলে রাহগীর আলমাহে এরশাদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন রওশন এরশাদ। এ সময় জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থার সম্পর্কে জানান তিনি।
হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসার সব ধরনের খোঁজ-খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখছেন বলে রওশন এরশাদকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। চিকিৎসার সব ধরনের সহযোগিতার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। তার ফুসফুসে পানি জমেছে। ইনফেকশনও দেখা দিয়েছে।
Leave a Reply