হজ নিয়ে কেও প্রতারণা করবেন না : রাষ্ট্রপতি - লালসবুজের কণ্ঠ
    শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন

    হজ নিয়ে কেও প্রতারণা করবেন না : রাষ্ট্রপতি

    • আপডেটের সময় : বুধবার, ৩ জুলাই, ২০১৯

    লালসবুজের কণ্ঠ ডেস্ক:

    হজ নিয়ে ব্যবসা না করতে বাংলাদেশ হজ এজেন্সি এসোসিয়েশনের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ।

    মঙ্গলবার (২ জুলাই) ঢাকার আশকোনা হজ ক্যাম্পে হজ কর্মসূচি-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    হজ এজেন্সিগুলোর উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, মনে রাখবেন, হাজিরা কারো দয়া নিয়ে সৌদি আরবে যান না। আপনারা তাদের থেকে লাভবান হচ্ছেন। তাই হজ ব্যবসার নামে তাদের সঙ্গে প্রতারণা করবেন না, বিষয়টি খুবই স্পর্শকাতর। হজ ব্যবস্থাপনায় কোন ধরনের অবহেলা, অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। কোন ব্যক্তি বা এজেন্সির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণে দ্বিধা করবে না।

    রাষ্ট্রপতি হজের সময় মক্কা ও মদিনায় হাজীদের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হাব প্রতিনিধিদের প্রতি আহবান জানান।

    আব্দুল হামিদ হাজীদের উদ্দেশে বলেন, আপনারা পবিত্র স্থানে যাচ্ছেন, আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করবেন। অনুগ্রহ করে আপনাদের মনে রাখতে হবে, আপনাদের আচরণ ও কথায় কেউ যেন কষ্ট না পান। তিনি হজ পালন শেষে নিরাপদে সকলের দেশে ফিরে আসা কামনা করেন।

    হাজীদের নিরাপদ ভ্রমন ও তাদের হজ কবুল করতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি পরে হাজীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

    এ বছর বাংলাদেশ থেকে সরকারের তত্ত্বাবধানে ৬ হাজার ৯২৩ জনসহ মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হাজী হজ করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এবং সৌদি এয়ার লাইন্স হজ যাত্রীদের পরিবহন করবে।

    ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লআহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল হক, ধর্ম মন্ত্রনালয়ের সচিব মো. আনিসুর রহমান, ঢাকায় সৌদি দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স হারকান বিন শাবিহা এবং হাবের সভাপতি এম শাহাদৎ আলী উপস্থিত ছিলেন।

    0Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর