মেহেরপুর প্রর্তিনিধিঃ
নানা চড়াও উতড়াও পাড়ি দিয়ে দীর্ঘ প্রতীকার স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে নানা রঙের ব্যানার ফেষ্টুন আর বাদ্যের তালে তালে এ শোভাযাত্রাটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়। পরে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে স্বপ্নের সেতুর বর্ণিল উদ্বোধন দেখানো হয়।
শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা, (রাজস্ব) লিংকন বিশ্বাস, (শিক্ষা ও আইসিটি) আশরাফুজ্জামান ভূঁইয়া, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ।
শোভাযাত্রায় মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বি এম কলেজ, মেহেরপুর দারুল উলুম আহমেদিয়া ফাজিল মাদ্রাসা, মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা কর্মচারীগণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
আজ সন্ধ্যায় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে বর্ণাঢ্য আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
জাহিদ/তন্বী
Leave a Reply