নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনাবগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ মামলায় এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদ-, ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদ- প্রদান করেছে আদালত।
দন্ডিত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঝিলিম রোড মহল্লার নিতাই কর্মকারের ছেলে অভিজিত কর্মকার (২৫)। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শওকত আলী আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০১৪ সালের ৩১ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ শহরের ওয়ালটন মোড় এলাকা থেকে ১০ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে অটোরিকশা যোগে নিয়ে যায় অভিজিত। অপহরণের ঘটনা জানতে পেরে অভিভাবকরা পুলিশের সহায়তায় অপহৃতাকে শহরের ঝিলিম রোড এলাকা থেকে উদ্ধার করে। ঘটনার দু’দিন পর অপহৃতার মা বাদী হয়ে ২ ফেব্রুয়ারি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মনিরুল ইসলাম মামলার একমাত্র আসামী অভিজিতকে অভিযুক্ত করে ২০১৪ সালের ২৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য প্রমাণাদি শেষে উক্ত রায়ে দন্ডিত করেন আদালতের বিচারক। এ দ-াদেশ প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।
Leave a Reply