চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসিজদ সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত সীমান্ত পিলার-১৮৬ হতে ২’শ গজ ভারতের অভ্যন্তরে মোহদিপুর বিএসএফ ক্যাম্প এলাকায় ৫৯ বিজিবি’র সাথে ২৪ বিএসএফ’র ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি’র ১৬ সদস্যের দলের নেতৃত্ব দেন অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি এবং বিএসএফ’র ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনিল কুমার হটকার।
বিজিবি-বিএসএফ’র সাক্ষাতে ৫৯ বিজিবি’র অধিনায়ক সোনামসজিদ আইসিপির উন্নয়ন ও যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। প্রেক্ষিতে বিএসএফ কমান্ড্যান্ট বিষয়টি বিবেচনা নিয়ে পরবর্তীতে জানানো হবে বলে আশ্বস্ত করেন। এছাড়া, সীমান্তে বসবাসরত নিরীহ জনসাধারণের উপর ভবিষ্যতে গুলিবর্ষন ও নির্যাতন না করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ করা, অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক পাচার প্রতিরোধ, নিñিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সমন্বিত টহল পরিচালনার বিষয়ে আলোচনা হয়। সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। দু’পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে উদ্ভূত যে কোন সমস্যা উভয় পক্ষের মধ্যে আলোচনা ও তথ্য আদান প্রদানের মাধ্যমে দ্রুত সমাধানের লক্ষ্যে আন্তরিক ও ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
Leave a Reply