শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে অবস্থিত হযরত শাহ নেয়ামতুলাহ (রঃ) এর পবিত্র ঔরশ শরীফ ঐতিহাসিক গৌড়ের তোহাখানায় প্রতি বছরের মত এবছরও শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ গ্রহণ করে।
এ উপলক্ষে তোহখানা চত্বরে কোরআনখানী ও দোয়া মাহফিলের উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইলিয়াস হোছাইনসহ অন্যরা। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ঔরশভূক্তদের মানত পালন হয়। ঔরশ ভূক্তরা বিশ্বাস করে মুরগি, কবুতর, হাঁস ইত্যাদি মানত করে থাকে। বেলা বাড়ার সাথে সাথে ঔরশ ভূক্তদের ভিড় বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টায় দোয়া মাহফিলের পর তোহাখানা মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খুতবায় প্রতিবেশী ও বিভিন্ন জেলা থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা।
এছাড়াও তোহাখানায় অবস্থিত হযত শাহ নেয়ামতুলাহ (রঃ) মাজারের পাশে জামে মসজিদও সহস্রাধিক মুসল্লিগণ অংশ নেয়। পরে জুম্মার নামায শেষে বিশ্ব মুসলিম জাহান উম্মাতের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন মুসল্লি ইবাদত বন্দেগির মধ্যে দিয়ে পালিত হয় পবিত্র ঔরশ। জুম্মার নামাজের পরবিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের শাহ নেয়ামতুলাহ (রঃ) এর পুরাতন পরিধানের বিভিন্ন পোষাক ও আসবাবপত্র দর্শণাধীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে দেশের বিভিন্নস্থান থেকে ধর্মপ্রাণ মানুষেরা ঔরশে অংশ গ্রহণ করে এবং এবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত কাটায়। ঔরশ শরীফ উপলক্ষে সোনামসজিদের রাস্তার দু’ধারে বিভিন্ন জিনিস-পত্রের মেলাবসে। মেলা প্রাঙ্গন ও ঔরস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থানেয়া হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মশিউর রহমান জানান, প্রতি বছরের ন্যায় এবাও পবিত্র ঔরশ পালন উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিগণের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। পবিত্র ঔরশ পালন চলাকালে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ওরশ।
Leave a Reply