লালসবুজের কণ্ঠ ডেস্ক:
বিশ্বকাপের ৩৯ তম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা – ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের অষ্টম ম্যাচে খেলতে নামার আগেই দু’দলই জেনে গেছেন সেমির স্বপ্ন কেটে গেছে তাদের। আগের ম্যাচে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপ আসর থেকে বিদায় ঘণ্টা বেজেছে তাদের। শ্রীলঙ্কার পয়েন্ট ৬। আর আগেই সেমির স্বপ্ন শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তাদের পয়েন্ট মাত্র ৩।
আজকের এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়, চেস্টার লি স্ট্রিটেএ
লঙ্কান শিবিরে আজ ৩টি পরিবর্তন। লাহিরু থিরিমান্নে, জেফরি ভানডারসি ও কাসুন রাজিতা আজ একাদশে স্থান করে নিয়েছেন। আর ওয়েস্ট ইন্ডিজের রয়েছে ১টি পরিবর্তন।
কেমার রোচের পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।
শ্রীলঙ্কা একাদশ
দিমুথ করুনারত্নে, কুশাল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, জেফরি ভানডারসি, কাসুন রাজিতা, লাসিথ মালিঙ্গা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, সুনিল অ্যামব্রিস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, শ্যানন গ্যাব্রয়েল, শেলডন কটরেল, ওশানে থমাস।
Leave a Reply