সিলেট সংবাদদাতা:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে “সাদাপাথর” দেখতে গিয়ে আবারও এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২০জুলাই) ছয় বন্ধু মিলে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ বেড়াতে গিয়ে ধলাই নদীতে তলিয়ে একজনের মৃত্যু হয়।নিহতের নাম সাইফুল ইসলাম(২৪)।সে দক্ষিণ সুরমা উপজেলার নিয়ামত পুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে এবং সিলেট সরকারি কলেজের ছাত্র।
জানা যায়, শনিবার বিকেল তিনটার দিকে ভোলাগঞ্জে ধলাই নদীর জিরো পয়েন্টে “সাদাপাথর” এলাকায় সাতার কাটতে গিয়ে নদীর স্রোতের টানে পানিতে তলিয়ে যায় সাইফুল। সাথে সাথে তার বন্ধুরা ও সাদাপাথর এলাকার মাঝিরা মিলে পানিতে অনেক খোজাখুজি করে। কিছুক্ষণ পর তার দেহ পানিতে ভেসে উঠলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,সাইফুলের পরিবারের পক্ষ থেকে লাশের পোস্টমর্টেম না করার আবেদন করলে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য,এর আগে গত ৭ জুলাই সিলেট লিডিং ইউনিভার্সিটির ছাত্র হাসানুর রহমান আবির “সাদাপাথর” দেখতে গিয়ে পানিতে ডুবে মারা যান।
Leave a Reply