সিরাজগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-রাজশাহী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউপির শাহী কোলায় ট্রেন ও বিয়ের যাত্রী বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ৯জন নিহত হয়েছে এবং ৩জন আহত হয়েছে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বর রাজন (২২), কনে সুমাইয়া খাতুন (১৯), মাইক্রোবাস চালক স্বাধীন (৫০), বরযাত্রী আলতাফ হোসেন (৫৫) ও আজম (২২) অন্য হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, বরযাত্রী বাহী একটি মাইক্রোবাস উল্লাপাড়ার গুচ্ছ গ্রামে বিয়ে শেষে সিরাজগঞ্জের কান্দাপাড়ায় আসার পথে রেলক্রসিং পার হবার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটির সাথে সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। প্রায় ২০০ গজ দুরে গিয়ে ট্রেনটি থামার পর মাইক্রোবাস থেকে হতাহতদের উদ্ধার করা হয়
Leave a Reply