সিরাজগঞ্জের ৩ এলাকায় ১৪৪ ধারা জারি - লালসবুজের কণ্ঠ
    বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন

    সিরাজগঞ্জের ৩ এলাকায় ১৪৪ ধারা জারি

    • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

    রাজশাহী প্রতিবেদক;


    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগ-বিএনপি সমাবেশ ও কর্মসূচি ডাকায় উপজেলার তিনটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

    বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে উপজেলার ধানগড়া পৌর এলাকা, চান্দাইকোনা ও পাঙ্গাসী ইউনিয়নে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসব এলাকায় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের গণজমায়েত, সমাবেশ, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

    এর আগে বুধবার (২৪ আগস্ট) রাতে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল এ আদেশ জারি করেন।

    ইউএনও তৃপ্তি কণা মন্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, তিনটি স্থানে একই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। এতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার শঙ্কা থাকায় বুধবার (২৪ আগস্ট) রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সব স্থানে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮-এর ১৪৪ ধারা মোতাবেক আদেশ জারি করা হয়েছে।


    টি,আর/তন্বী

    14Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর