1. [email protected] : News room :
সিনেট থেকে অব্যাহতি চেয়ে শোভনের চিঠি - লালসবুজের কণ্ঠ
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

সিনেট থেকে অব্যাহতি চেয়ে শোভনের চিঠি

  • আপডেটের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

লালসবুজের কণ্ঠ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য পদ থেকে অব্যাহতি চেয়েছেন ছাত্রলীগের সদ্য অপসারিত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট সভাপতি অধ্যাপক ড. আখতারুজ্জামান বরাবর অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন তিনি।

হাতে লেখা ওই চিঠিতে শোভন লেখেন, “ব্যক্তিগত সমস্যার কারণে আমার ওপর অর্পিত দায়িত্বপালন করা সম্ভব নয়। এমতাবস্থায় আমি উক্ত পদ থেকে পদত্যাগে আগ্রহী।”

বিভিন্ন অনিয়মের অভিযোগে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের সভাপতি পদ থেকে শোভনকে সরিয়ে দেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই অভিযোগে সংগঠনটির সাধারণ সম্পাদক পদ থেকে গোলাম রাব্বানীকেও অপসারণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি থাকে। ডাকসু থেকে সেই প্রতিনিধি মনোনয়ন দেওয়া হয়। বর্তমান পাঁচজন ছাত্র প্রতিনিধির মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সিনেট সদস্য হিসেবে মনোনীত হন। বাকি তিনজন হলেন- ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী ও সদস্য তিলোত্তমা শিকদার।

99Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর