নাটোর সংবাদদাতা: নাটোরের সিংড়া পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৯ লক্ষ ৭৩ হাজার ১৪১ টাকা। বাজেটে ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৯১লক্ষ ৫৮ হাজার ৫০০ টাকা। বাজেটে স্থিতি ধরা হয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ১৪ হাজার ৬৪১ টাকা।
বুধবার পৌর কনফারেন্স রুমে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার সচিব আব্দুল মতিন।
সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর দেদার হায়াত বেনু, শিক্ষাবিদ সন্তোষ কুমার সাহা, রাজেন্দ্র প্রসাদ সাহা, নাজিম উদ্দীন, শিক্ষক পারভিন আক্তার, রবীন্দ্র গবেষক প্রফেসর, ড. আশরাফুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ প্রমূখ।
এতে বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সুধীজন ও সাংবাদিকরা অংশ নেয়।
Leave a Reply