1. [email protected] : News room :
সিঁদুর খেলা অন্য দিকে চলছে প্রতিমা বিসর্জন - লালসবুজের কণ্ঠ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

সিঁদুর খেলা অন্য দিকে চলছে প্রতিমা বিসর্জন

  • আপডেটের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

নীলফামারী প্রতিনিধি


আজ শুভ বিজয়া দশমী। সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে আজ।
জেলার ৮৮০টি পূজা মন্ডপে সকাল সাতটায় পূজা-অচর্ণার মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা।

এরপর সকাল ৮ টায় ৫৮ মিনিট ৪৪ সেকেন্ডে ঘট ও দর্পণ বিসর্জন করা হয়। ঘট ও দর্পণ বিসর্জন শেষে উপবাস থেকে মায়ের পায়ে অঞ্জলি প্রদান করেন ভক্তরা। অঞ্জলি নিবেদনের পর মায়ের পায়ের সিঁদুর নিয়ে আবীর খেলায় মাতেন নারী ভক্তরা। এক দিকে চলছে সিঁদুর খেলা অন্য দিকে চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। বিকেল চার টা থেকে শুরু হবে প্রতিমা বিসর্জন যা শেষ হবে সন্ধ্যার পূর্বে।

এবছর দেবী কৈলাস থেকে হাতিতে চড়ে স্বামী-সন্তান নিয়ে মর্ত্যে আসেন। আজ মর্ত্য থেকে কৈলাসে ফিরবেন নৌকায়। এর ফলে পৃথিবী পূর্ণ হয়ে উঠবে শস্যে বলে বিশ্বাস সনাতন ধর্মালম্বীদের।

সাদ্দাম/স্মৃতি

17Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর