লালসবুজের কণ্ঠ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাপাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগের মারধরের শিকার হয়েছেন সাংবাদিকরা। এ ঘটনায় পরে ক্ষমা চেয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
ক্যাম্পাসে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সাক্ষাৎকার নেওয়ায় সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এসময় ছাত্রদলের ওপর হামলার পাশাপাশি এক সাংবাদিককেও মারধর করেন তারা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পরে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক।
অভিযোগ উঠেছে, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। তবে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার বিষয়ে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এসে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করেন বিশ্ববিদ্যালয় সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে সাদ্দাম বলেন, এটা সম্পূর্ণ একটি অঘটন। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে।
তবে কিছু অতি উৎসাহী কর্মীদের জন্য সংগঠন কলঙ্কিত হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, এটা আসলে আমাদের ব্যর্থতা। আমরা ব্যর্থতার দায় স্বীকার করছি। দ্রুত সময়ের মধ্যে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।
সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে ঢাবি শাখার সভাপতি বলেন, হামলার সম্পর্কে আমি জানতামই না। আমি লাইব্রেরির ওয়াশরুমে ছিলাম। এসে দেখি অনেকে জড়ো হয়ে আছে। পরে শুনতে পেলাম মারামারির ঘটনা ঘটেছে।
হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।
Leave a Reply