1. [email protected] : News room :
সহকর্মীকে ধর্ষণের অভিযোগে কোচিংয়ের পরিচালক গ্রেফতার - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ন

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে কোচিংয়ের পরিচালক গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

বগুড়া সংবাদদাতা:

বগুড়ায় ক্রিয়েশন হোম কোচিং সেন্টারের এক সহকর্মীকে ধর্ষণের অভিযোগে পরিচালক আলী আহসান ডিউককে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপশহরের স্নিগ্ধা আবাসিক ২ নাম্বার রোড এলাকার নিজ কোচিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলী আহসান ডিউক ঝোপগাড়ীর মৃত হযরত আলীর ছেলে।

অভিযোগকারী কোচিংয়ের ওই নারী সহকর্মীর দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করেছে পরিচালক আলী আহসান।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর রেজাউল করিম রেজা জানান, অভিযুক্ত ক্রিয়েশন হোম কোচিংয়ের পরিচালক তার সহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। পরে ভুক্তভোগী ওই নারী বিয়ের দাবিতে আলী আহসানের বাড়িতে অবস্থান নেয়। এমন সংবাদ পেয়ে উপশহর ফাঁড়ি পুলিশের টিম রবিবার দিবাগত রাতে অভিযুক্ত আলী আহসানকে গ্রেফতার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহিলা অভিভাবক জানান, ক্রিয়েশন কোচিংয়ের পরিচালকের চরিত্র তেমন ভাল না। সে কোচিংয়ের ছোট্ট বাচ্চাদেরও বাজে ভাবে স্পর্শ করে। অভিযুক্ত ওই পরিচালকের বিরুদ্ধে শিক্ষকদের ঠিকমত বেতন না দেওয়ারও অভিযোগ রয়েছে।

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, গ্রেফতারকৃত আলী আহসানের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

33Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর