1. [email protected] : News room :
সরকারি কর্মকর্তাদের বিমানে চড়তেই হবে - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:০১ পূর্বাহ্ন

সরকারি কর্মকর্তাদের বিমানে চড়তেই হবে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

লালসবুজের কণ্ঠ ডেস্ক:
আকাশ পথে চলাচলের সময় সরকারি কর্মকর্তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ভ্রমণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, এখন বিমানে উঠলে গর্বে বুকটা ভরে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি, সরকারি কর্মকর্তারা যেখানেই যাবেন, বাংলাদেশ বিমানে চড়তেই হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেছেন।

শেখ হাসিনা বলেন, আমি ১০টি ড্রিমলাইনারের নাম দিয়েছি, সবাই যেন বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে। পণ্য রপ্তানির জন্য দুটি কার্গো বিমান কেনা ও কার্গো ভিলেজ গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে। বিশ্বে অনেক দেশ দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে, তবে তাদের মূল্যস্ফীতি বেশি হয়। আমরা প্রবৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতি ধরে রেখেছি। প্রাকৃতিক ও মানুষের সৃষ্ট দুর্যোগসহ আমাদের অনেক দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে। এর পরও আমরা দেশে চমৎকার একটা পরিবেশ ধরে রাখতে পেরেছি।

তিনি বলেন, তখন (বিএনপির শাসনামল) বিমানগুলো ছিল ঝরঝরা। বর্তমানে সেই অবস্থার অনেক উন্নতি হয়েছে। আগে রাজধানীতে ঝরঝরা বাস চলত। আমরা এই বাসগুলোকে বলতাম মুড়ির টিন। তখন বিমানের অবস্থা ছিল এই মুড়ির টিনের মতো।

তিনি আরও বলেন, বর্তমানে বিমানের আগের অবস্থা নেই। এখন বিমানে উঠলেই গর্বে বুকটা ভরে যায়। এখন আমাদের যে রিজার্ভ রয়েছে, তা থেকে নিজস্ব অর্থায়নে আরও দুইটি উন্নতমানের বিমান কিনতে পারব। সেই পরিকল্পনাও রয়েছে।

6Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর