সমঝোতায় বাধ্য সামসুল ক্ষমা চাইলেন ভাস্কর - লালসবুজের কণ্ঠ
    মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৫১ পূর্বাহ্ন

    সমঝোতায় বাধ্য সামসুল ক্ষমা চাইলেন ভাস্কর

    • আপডেটের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২

    নিউজ ডেস্ক,লালসবুজের কণ্ঠ;


    তিন ঘণ্টা ধরে বেধড়ক মারধরের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সামসুল ইসলামের কাছে নির্যাতনকারী ছাত্রলীগ নেতা ভাস্কর সাহা ক্ষমা চেয়ে নিয়েছেন।

    ছাত্রলীগ নেতাদের চাপে নিজের নিরাপত্তার কথা চিন্তা করেই নির্যাতিত সামসুল সমঝোতা করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

    বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন শীর্ষ কর্তা বিষয়টি সমাধান হয়ে গেছে বলে জানিয়েছেন। কিন্তু তিনি নাম প্রকাশ করতে চাননি।

    তবে তদন্ত কমিটির প্রধান সহকারী প্রক্টর আরিফুর রহমান জানিয়েছেন, বিষয়টি সমঝোতা হয়েছে কি না, তা তার জানা নেই।

    এদিকে নির্যাতনকারী মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বিরুদ্ধে সিট বাণিজ্যের তথ্য পাওয়া গেছে।

    উল্লেখ্য, ভাস্কর সাহা অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও মতিহার হলের ২৩২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র সামসুলের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

    চাঁদা দিতে দেরি করায় শুক্রবার হলের ২০২ নম্বর কক্ষে তাকে ডেকে নেন তিনি। এরপর বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লোহার রড ও স্টাম্প দিয়ে তাকে বেধড়ক পেটান ভাস্কর এবং তার দুই সহযোগী।

    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ভাস্করের বিরুদ্ধে সামসুল লিখিত অভিযোগ দিলে সহকারী প্রক্টর আরিফুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

    বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এরপর নড়েচড়ে বসেন রাবি ছাত্রীগের নেতারা। শনিবার সকাল থেকেই বিষয়টি সমঝোতার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন তারা।

    এছাড়া রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাবি ছাত্রলীগের শীর্ষ কয়েকজন নেতা ভাস্করকে নিয়ে বিভিন্ন দপ্তরে যান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেন।

    জানা যায়, ঝালকাঠি সদরের বাসিন্দা ভাস্কর সাহা গত মার্চে রাবি ছাত্রলীগের হল সম্মেলনে মতিহার হলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। দায়িত্ব পেয়েই তিনি হয়ে ওঠেন বেপরোয়া।

    শুরু করেন সিট বাণিজ্য। গত পাঁচ মাসে তিনি জোরপূর্বক অর্ধশতাধিক শিক্ষার্থীর হলে সিট বরাদ্দের ব্যবস্থা করেছেন। বিনিময়ে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা।

    শীর্ষ ছাত্রলীগ নেতারা এ বিষয়ে জানলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এদিকে শনিবার দুপুরের পর থেকেই সামসুলের মোবাইল ফোনে ইনকামিং অপশন বন্ধ রয়েছে।

    রোববার দুপুরেও তার সঙ্গে ফোনে কথা বলা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সামসুলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, শারীরিক নির্যাতনের পর থেকেই সামসুল মানসিকভাবে ভেঙে পড়েছেন।

    নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। এছাড়া তার ওপর রয়েছে ছাত্রলীগ নেতাদের চাপ।

    গণমাধ্যমকর্মীরা যেন কোনোভাবেই কথা বলতে না পারেন বা তার অবস্থান সম্পর্কে জানতে না পারেন, এ কারণেই তারা ফোনটি অকেজো করে রাখতে বাধ্য করেছেন।

    সামসুলকে নির্যাতন করা হয়নি দাবি করে ভাস্কর বলেন, সামসুল এবং আমি একই শিক্ষাবর্ষে পড়ি। তিনি আমার বন্ধু। কিছুটা ভুল বোঝাবুঝি ছিল।

    শনিবার রাতে আমাদের সমঝোতা হয়ে গেছে। এছাড়া আমার বিরুদ্ধে সিট বাণিজ্যের যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

    এ বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, সামসুল যেভাবে নির্যাতনের কথা বলছে, সেটি ঠিক নয়। ভাস্কর তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। এটা মিটমাট হয়ে গেছে।

    তবে তদন্ত কমিটির প্রধান আরিফুর রহমান বলেন, অভিযোগকারী এবং অভিযুক্তকে ডাকা হয়েছে। তাদের সঙ্গে কথা বলা হবে।

    এছাড়া যারা সাক্ষী আছেন, তাদের সঙ্গেও কথা বলব। এরপর তদন্ত রিপোর্ট দেওয়া হবে। পরে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

    এদিকে সামসুলকে নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার দুপুরে স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশন ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করেন।

    এ সময় অভিযুক্ত ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এর আগেও এমন অনেক নির্যাতনের ঘটনা ঘটেছে। তারপরও কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    ছাত্রদের এ কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু করার ক্ষমতা নেই।

    তাই আমি প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, যে সংগঠনটি আপনার বাবার হাতে গড়া। আজ তারা যে নৈরাজ্য সৃষ্টি করছে, আপনি নীরব আছেন কেন?


    লালসবুজের কণ্ঠ/তন্বী

    70Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর