ঢাকা সংবাদদাতা:
রাজধানীর সদরঘাটে নৌকাডুবিতে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই শিশুর নাম মেশকাত (১২) ও নুসরাত (৫)। তারা সম্পর্কে ভাই-বোন।
শুক্রবার (২১ জুন) ভোর সাড়ে ছয়টার দিকে ডিঙি নৌকায় করে ওয়াইজ ঘাট থেকে ডিঙি নৌকায় করে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল একই পরিবারের ৫ জন। এ সময় ঘাটে ভিড়ছিল পূবালি-৫ নামের একটি লঞ্চ। এর ঢেউয়ের তোড়ে ঐ নৌকাটি ডুবে যায়।
নৌকাডুবির ঘটনায় পরিবারের বাকি দুই সদস্য বাবুল ফরাজি (৪২), শামিম মৃধা (৩০) সাঁতার কেটে পারে উঠতে সক্ষম হন। এ সময় তাদের সাথে থাকা ছয় মাস বয়সী আরেকটি শিশুও তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। তিন সদস্যকে জীবিত উদ্ধার করা গেলেও মেশকাত ও নুসরাত পানিতে তলিয়ে যায়।
নিহতদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ রিদেন।
এর আগে সকালে নৌকাডুবির খবর পেয়ে উদ্ধারকাজে নামে কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ এবং নৌ বাহিনীর ডুবুরী দল। সকাল ১২টার দিকে প্রথমে মেশকাতের লাশ উদ্ধার করা হয়। কিছু সময় পর পাওয়া যায় শিশু নুসরাতের লাশও।
Leave a Reply