শেরপুর সংবাদদাতা: ‘সুস্বাস্থ্য সুবিচার, মাদক মুক্তির অঙ্গিকার’ এই প্রতিপাদে- বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।
সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের সঞ্চালনায় বিশেষ উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল ইসলাম, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, খামারকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব।
এছাড়াও এলাকার সকলস্তরের ব্যক্তিবর্গসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সভায় অংশ নেয়। শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply