1. [email protected] : News room :
শেরপুরে বন্য হাতি হত্যার অভিযোগে কারাগারে ২ ব্যক্তি - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

শেরপুরে বন্য হাতি হত্যার অভিযোগে কারাগারে ২ ব্যক্তি

  • আপডেটের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক,লালসবুজের কন্ঠ:


শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে বিদ্যুতের তারে জড়িয়ে হাতি হত্যার ঘটনায় বনবিভাগের মামলায় দুই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন- সমেজ উদ্দিন ও শাহজালাল। আজ রবিবার আত্মসর্মপন করে জামিন আবেদন করলে বিচারক সেটি মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৯ নভেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ে বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযুক্ত জিআই তারে জড়িয়ে একটি হাতির মৃত্যু হয়। প্রাথমিকভাবে বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম এ ঘটনায় প্রথমে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে ১১ নভেম্বর চারজনের নামে মামলা দায়ের করেন। তারা হলেন- মালাকুচা এলাকার দুই ভাই আমেজ উদ্দিন ও সমেজ উদ্দিন এবং মো. আশরাফুল ও মো. শাহজালাল। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এ এই মামলা করা হয়।

এর প্রেক্ষিতে আজ রবিবার আদালতে জামিন আবেদন করেন সমেজ উদ্দিন ও শাহজালাল। তবে বন আদালতের বিচারক শরিফুল ইসলাম খান তাদের জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বাদী রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


লালসবুজের কণ্ঠ/মৌ

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর