লালসবুজের কণ্ঠ অনলাইন ডেস্ক:
জমে ওঠা বিশ্বকাপের ৩৪তম ম্যাচে আজ ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিংয়ে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারিয়ে বসে ভারত। কেমার রোচের পেসে ১৮ রানে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৬২। লোকেশ রাহুল ২৫ ও বিরাট কোহলি খেলছেন ১৭ রানে।
আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। জিতলেই শেষ চারের টিকিট মিলবে ভারতের।
অন্যদিকে আজ হেরে গেলেই বিশ্বকাপের আসর থেকে বাদ পড়া শুধু আনুষ্ঠাকিতাই বাকি থাকবে ক্যারিবীয়দের জন্য।
মুখোমুখি
ওয়ানডেতে মুখোমুখি ১২৬ দেখায় ভারতের চেয়ে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ৫৯ জয়ের দেখার বিপরীতে উইন্ডিজদের জয় ৬২ ম্যাচে। বাকি ৫ ম্যাচের ৩টি ফলহীন, ২টি টাই।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় এগিয়ে ভারত। দুদলের ৮ দেখায় ভারতের জয় ৫ ম্যাচে। আর ক্যারিবীয়দের ৩ ম্যাচে।
ভারত একাদশ
লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, চাহাল, জসপ্রিত বুমরাহ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, সুনিল অ্যামব্রিস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, কার্লোস ব্রাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, শেলডন কটরেল, ওশানে থমাস।
Leave a Reply