যশোর সংবাদদাতা:
সামিয়া আফরিন মুন (৬) নামে এক শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় মামুন হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে যশোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
মুন রেলস্টেশন সংলগ্ন তুলোতলা বস্তি এলাকার শাহিনুর রহমানের মেয়ে। আটক মামুনের বাড়ি পাবনা জেলা সদরের গোপালপুর এলাকায়।
সামিয়ার মা ফাতেমা খাতুন বলেন, ‘সকালে প্রতিবেশীদের সঙ্গে কথা বলছিলাম। এসময় মুন পাশেই খেলা করছিল। হঠাৎ দেখি মেয়েটি নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে রেলস্টেশনে গিয়ে দেখি আমার মেয়ে অপরিচিত এক ব্যক্তির কোলে কান্নাকাটি করছে। মেয়ের হাতে চিপসের প্যাকেট, জুস আর চকলেট। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাকে পাকড়া করা হয়।’
শিশু চুরির ঘটনায় আটক মামুন
প্রতিবেশী জাকির হোসেন জানান, জিজ্ঞাসাবাদে ওই লোকটি তার নাম ও পরিচয় জানায়। সে কেন মেয়েটিকে নিয়ে যাচ্ছিল, তার কোনও সদুত্তর দিতে পারেনি। সেসময় তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়।
মামুন সাংবাদিকদের বলেছেন, মেয়েটিকে দেখে মায়া লেগেছিল। সে কান্নাকাটি করছিল বলে তাকে খাবার কিনে দিয়েছিলেন।
যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। শিশুটিকে তার মায়ের জিম্মায় দিয়ে মামুনকে কোতোয়ালি থানায় সোপর্দ করি।
যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই লিটন মিয়া বলেন, এখনও তার বিরুদ্ধে কোনও মামলা হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা এলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply